For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা ভোটে বৈতরণী পার করতে গ্রামে গ্রামে রাত কাটাবেন বিজেপি নেতারা

২০১৯ লোকসভা নির্বাচনে বড় জয় পেতে হলে গ্রামীণ ভারতকেই যে টার্গেট করতে হবে তা ভালোই বুঝতে পারছেন বিজেপি নেতারা।

  • |
Google Oneindia Bengali News

আসল ভারত গ্রামে বসবাস করে। রাজনেতারাও সেকথা মানেন। আর তা মাথায় রেখেই বিজেপি নেতৃত্ব তাঁদের নেতা মন্ত্রীদের গ্রামে গঞ্জে ঘুরে সময় কাটানোর পরামর্শ দিয়েছে। শুধু নেতা নয়, বিধায়ক, সাংসদদেরও একই পরামর্শ দেওয়া হয়েছে। নিজের নিজের এলাকায় গ্রাম এলাকায় সময় দিতে বলা হয়েছে। এমনকী রাত্রি যাপনের নির্দেশও রয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনে বড় জয় পেতে হলে গ্রামীণ ভারতকেই যে টার্গেট করতে হবে তা ভালোই বুঝতে পারছেন বিজেপি নেতারা।

পরিকল্পনা যোগীর

পরিকল্পনা যোগীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে পরিকল্পনা তৈরি করছেন। গ্রামীণ এলাকায় কতটা সময় তিনি দিতে পারেন সেটাই এখন দেখার। তবে উত্তরপ্রদেশে যেহেতু সবচেয়ে বেশি লোকসভা আসন এবং এই রাজ্যের ফলাফলের উপরে কেন্দ্রে শাসক দলের থাকা না থাকা নির্ভর করছে, ফলে বিজেপি এই রাজ্যকে সবচেয়ে বেশি ফোকাসে রেখেছে।

গ্রামে নজর

গ্রামে নজর

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরে বিজেপি মরিয়া হয়ে উঠেছে। নেতা-মন্ত্রীদের বিদেশ যাত্রা নিয়ন্ত্রণে আনতে বলা হয়েছে। তার বদলে নিজের এলাকায় ফোকাস করতে বলা হয়েছে। শহুরে এলাকায় বিজেপির জোর বেশি থাকলেও ২০১৪ সালে লোকসভায় বিজেপি বেশি আসন গ্রাম থেকে পায়নি। ফলে এবার গ্রামে ফোকাস করতে বলা হয়েছে।

[আরও পড়ুন:লোকসভায় লড়াইয়ে ঋতব্রত-চন্দ্র-বিকাশ! বঙ্গে ৪২-এর তালিকা নিয়ে শুরু জল্পনা][আরও পড়ুন:লোকসভায় লড়াইয়ে ঋতব্রত-চন্দ্র-বিকাশ! বঙ্গে ৪২-এর তালিকা নিয়ে শুরু জল্পনা]

গ্রামে থাকার ব্যবস্থা

গ্রামে থাকার ব্যবস্থা

উত্তরপ্রদেশে গ্রামে গ্রামে বিজেপি নেতাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। মাসে অন্তত দশদিন নেতা-বিধায়ক-মন্ত্রীরা গ্রামে কাটাবেন। দলের তরফে এমনই নির্দেশ গিয়েছে।

[আরও পড়ুন: হাঁটুর বয়সী বিজেপি নেতার পায়ে হাত দিয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর! মুহুর্তে ভিডিও হল ভাইরাল][আরও পড়ুন: হাঁটুর বয়সী বিজেপি নেতার পায়ে হাত দিয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর! মুহুর্তে ভিডিও হল ভাইরাল]

গ্রামের ভোটে ভাগ বসাবে বিজেপি

গ্রামের ভোটে ভাগ বসাবে বিজেপি

আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ ইতিমধ্যে গ্রামে ছড়িয়ে পড়ে কাজ করছে। মূলত কংগ্রেস সহ বিরোধী দলগুলিই গ্রামে শক্তিশালী। সেখানে বিজেপি দাঁত ফোটালে অন্যদের অস্বস্তি বাড়বে সন্দেহ নেই।

[আরও প়ুড়ুন: মধ্যপ্রদেশে বিজেপিকে উৎখাতের ডাক দলেরই নেতা 'কম্পিউটার বাবা'-র][আরও প়ুড়ুন: মধ্যপ্রদেশে বিজেপিকে উৎখাতের ডাক দলেরই নেতা 'কম্পিউটার বাবা'-র]

English summary
BJP MLA and ministers to stay in villages at night to consolidate base before 2019 Lok Sabha polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X