For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে 'ফ্লোর টেস্ট'! প্রোটেম স্পিকার হলেন বিজেপির কেজি বোপাইয়া

প্রোটেম স্পিকার হিসাবে রাজ্যপাল বাজুভাই বালা বেছে নিয়েছেন বিজেপি বিধায়ক কেজি বোপাইয়াকে। তিনিই আস্থা ভোট পরিচালনা করবেন।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে শনিবার আস্থা ভোটে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পালা। তেমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিএস ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী হিসাবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। আর সেজন্য প্রোটেম স্পিকার হিসাবে রাজ্যপাল বাজুভাই বালা বেছে নিয়েছেন বিজেপি বিধায়ক কেজি বোপাইয়াকে। তিনিই আস্থা ভোট পরিচালনা করবেন।

কর্ণাটকে ফ্লোর টেস্ট! প্রোটেম স্পিকার হলেন বিজেপির বোপাইয়া

সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছে, প্রোটেম স্পিকার নিজের মতো করে আস্থা ভোট পরিচালনা করবেন। বিজেপি কী কী করতে পারবে আর পারবে না তা আদালত জানিয়ে দিয়েছে। এবং ভোটের সময় গোপন ব্যালটেও যে ভোট হবে না সেটাও নির্দেশ দিয়েছে।

ভারতীয় সংবিধানের ১৮৮ নম্বর ধারা অনুযায়ী বাজুভাই বালা বিধায়ক কেজি বোপাইয়াকে নিয়োগ করেছেন বলে জানানো হয়েছে। প্রোটেম স্পিকার হিসাবে কাজ শুরু করার আগে তাঁকেও শপথ নিতে হবে।

কেজি বোপাইয়া বিরাজপেট বিধানসভা আসন থেকে এবছর জিতেছেন। পেয়েছেন ৭৭, ৯৪৪ ভোট। কংগ্রেসের অরুণ মাচাইয়াহকে ১৩ হাজার ৩৫৩ ভোটে তিনি পরাজিত করেছেন। এই নিয়ে চারবার বিধানসভা ভোটে জিতলেন তিনি।

প্রসঙ্গত, ২২২টি বিধানসভায় ভোট হয়েছে। এর মধ্যে জেডিএস ৩৭টি, একটি বিএসপি, কংগ্রেস ৭৮টি ও বিজেপি ১০৪টি আসন পেয়েছে। ২টি আসন নির্দল পেয়েছে।

English summary
Karnataka Governor Vajubhai Vala has nominated Bharatiya Janata Party (BJP) MLA KG Bopaiah as Protem Speaker. Bopaiah will be overseeing the trust vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X