For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ডারউইনের থিওরি ভুল', মানুষের বিবর্তন নিয়ে নয়া তথ্য দিলেন এই বিজেপি মন্ত্রী

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়মন্ত্রী সত্যপাল সিং এর দাবি, পৃথিবীতে মানুষ ,'মানুষ' রূপ নিয়েই এসেছিল।

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন সময়ে দেশের একাধিক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য় ঘিরে খবর কম হয়নি। শুধু নেতারাইবা কেন, রাজস্থানের এক বিচারক গরু নিয়ে যে সমস্ত বিতর্কিত দাবি করেছিলেন তা নিয়েও খবর কম হয়নি। কিছুদিন আগে, মাধ্যকর্ষণ সূত্র ব্রহ্মগুপ্ত আবিষ্কার করেছিলেন বলেও সাড়া ফেলে দেন বিজেপি শাসিত রাজস্থানের এক মন্ত্রী। এবার আরেক বিজেপি মন্ত্রীর দাবি, ডারুইনের সূত্র ভুল।

'ডারুইন থিওরি ভুল', মানুষের বিবর্তন নিয়ে নয়া তথ্য দিলেন এই বিজেপি মন্ত্রী

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়মন্ত্রী সত্যপাল সিং এর দাবি, পৃথিবীতে মানুষ ,'মানুষ' রূপ নিয়েই এসেছিল। কোনও বিবর্তনের ফলে মানুষ আসেনি। তাঁর আরও দাবি, ডারুইনের বিবর্তনের সূত্রটি ভুল। আর এটি পড়ানোটাও উচিত নয়। শুক্রবার পুলিশ পাবলিক স্কুল পরিদর্শনের গিয়ে , সত্যপাল সিং জানান,'তিনি (ডারুইন) কী জঙ্গলে গিয়ে দেখে ছিলেন যে এপ থেকে মানুষ পরিবর্তিত হচ্ছে। কোথাও এমন লেখা নেই।'

কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি এও জানিয়েছেন যে ডারুইনের থিওরি ভুল প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই। ৩৫ বছর আগেই এই থিওরি বুল প্রমাণ হয় বলে দাবি সত্যপাল সিং এর। প্রসঙ্গত, এর আগেও মহিলদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। এবার তাঁর আরেক মন্তব্য ঘিরে উঠল চাঞ্চল্য।

English summary
Minister of State for the Ministry of Human Resource Development (HRD) Satyapal Singh on Friday rejected Darwin’s Theory of Evolution, claiming that humans appeared on earth as humans and Darwin’s Theory should not be taught in schools and colleges in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X