For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোট পিছনোর দাবি! আগে পুলওয়ামা-কাণ্ডে পাকিস্তানকে উচিত জবাব

পুলওয়ামা-কাণ্ডের জেরে লোকসভার ভোট পিছিয়ে দেওয়ার দাবি উঠে পড়ল। খোদ বিজেপি নেতা এই দাবি তুললেন।

Google Oneindia Bengali News

পুলওয়ামা-কাণ্ডের জেরে লোকসভার ভোট পিছিয়ে দেওয়ার দাবি উঠে পড়ল। খোদ বিজেপি নেতা এই দাবি তুললেন। গুজরাটের মন্ত্রী তথা রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা গণপতসিন বাসাবা দাবি করেন, পুলওয়ামা হামলার পর সবার আগে পাল্টা দেওয়া উচিত। প্রয়োজনে লোকসভা ভোট পিছিয়ে দেওয়া হোক।

লোকসভা ভোট পিছনোর দাবি! আগে উচিত জবাব

মার্চ মাসের প্রথম সপ্তাহেই লোকসভা ভোট ঘোষণা হয়ে যেতে পারে। এই অবস্থায় দেশের বুকে নেমে এসেছে সন্ত্রাসবাদের থাবা। এই অবস্থায় বিজেপির মন্ত্রী মনে করেন, দেশের সরকারের কাছে অগ্রাধিকার হওয়া উচিত জঙ্গি হামলায় পাল্টা ব্যবস্থা নেওয়া। ভোট ঘোষণার অর্থ প্রশাসনিক দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে চলে যাওয়া। সেক্ষেত্রে পুলওয়ামা হামলার বদলা নেওয়ার কঠিন হয়ে যাবে।

গুজরাটের একটি সভায় এদিন বিজেপির মন্ত্রী বলেন, যেভাবেই হোক পাকিস্তানকে আগে শিক্ষা দিতে হবে। সেজন্য যদি ভোট দু-মাস পিছিয়ে যায় যাক। কিন্তু ১২৫ কোটি ভারতবাসীর দাবি মেনে নিতে হবে দেশের সরকারকে। তিনি বলেন, আমাদের সেনাবাহিনীর উপর বিশ্বাস রয়েছে। তাঁরা যোগ্য জবাব দিতে পারবে জঙ্গিদের।

তবে বিজেপির তরফে এই দাবি জানালেও, সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও ইঙ্গিত মেলেনি এ ব্যাপারে। বিজেপিও জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে পুলওয়ামার ক্ষত ঝেড়ে ফেলে। ভোট পিছিয়ে গেলে অনেক সাংবিধানিক সমস্যাও হতে পারে। সরকার চায় না কোনও জটিলতা তৈরি হোক।

English summary
BJP Minister demands to back the Lok Sabha Election due to Pulwama attack. He wants to counter attack to Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X