লোকসভা ভোটে শত্রুঘ্নকে নিয়ে জোরদার ব্যবস্থা নিচ্ছে বিজেপি! বিহারের কোন ছকে গেরুয়া শিবির
বিজেপির বিরুদ্ধে মহাজোটের সভায় কলকাতার ব্রিগেড থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে পাশে নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। এছাড়াও লোকসভা নির্বাচনের তাপ উত্তাপের মাঝে বহুবার বিজেপিকে অস্বস্তিতে ফেলে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহা। এবার তাঁকে নিয়েই ব্যবস্থা নিতে চলেছে অমিত শাহের দল।

মিমির বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস কোন 'গ্ল্যামার কুইন'! চমকপ্রদ নাম উঠে আসছে
শোনা যাচ্ছে , ২০১৯ লোকসভা ভোটে বিহারের পাটনা সাহিদ থেকে শত্রুঘ্নকে আসন দেবে না বিজেপি। তাঁর জায়গায় বিজেপির তরফে ওই আসনে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা দাপুটে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের। বহুবার পার্টিলাইন অগ্রাহ্য করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলনে শত্রুঘ্ন সিনহা। আর তার জেরেই সম্ভবত এই ব্যবস্থা নিতে চলেছে পদ্ম শিবির। এদিকে,এর আগে বহুবার শত্রুঘ্ন নিজে দাবি করেছেন পাটনা সাহিব ছেড়ে কোনও কেন্দ্র থেকে তিনি লড়াই করবেন না। ফলে এইবারের ভোটে যদি তাঁক পাটনা সাহিব কেন্দ্র না দেওয়া হয়, তাহলে তিনি কোনপথে এগোবেন তাও নির্ভর করছে 'বিহারী বাবু'ক কর্মপদ্ধতির ওপর।
কিছুদিন আগে, শত্রুঘ্ন সিনহা উত্তর প্রদেশে গিয়ে সমাজবাদী পার্টির কর্তাদের সঙ্গে দেখা করেন। শোনা যাচ্ছে, অখিলেশ যাদবের সঙ্গেও তিনি গোপন বৈঠকে সেরে ফেলেছেন। ফলে গোবলয়ের রাজনীতিতে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে গেরুয়া শিবির কোনপথে হাঁটতে চলেছে এখন সেদিকে নজর গোটা রাজনৈতিক মহলের।