For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুত্বের তাস খেলে মোদী-রাজ্যে পা দিলেও আপ ভোট কাটল কংগ্রেসের, বাজিমাত বিজেপির

হিন্দুত্বের তাস খেলে মোদী-রাজ্যে পা দিলেও আপ ভোট কাটল কংগ্রেসের, বাজিমাত বিজেপির

  • |
Google Oneindia Bengali News

হিন্দুত্বের তাস খেলে মোদী-রাজ্যে পা দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। প্রথমে মনে হয়েছিল এবার বিজেপি বিপাকে পড়তে চলেছে গুজরাতে। সরকার-বিরোধী প্রচার বা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তো আছেই, তারপর যদি আপ হিন্দুত্বের তাস খেলে বিজেপির ভোটব্যাঙ্কে থাবা বসায়, তাতে পোয়াবারো কংগ্রেসের। কিন্তু হল উল্টোটা। কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিল আম আদমি পার্টি।

হিন্দুত্বের তাস খেলে মোদী-রাজ্যে পা দিলেও আপ ভোট কাটল কংগ্রেসের, বাজিমাত বিজেপির

একেবারে জাতিগত ভোট বিভাজনে ফায়দা লুটে বিজেপি গুজরাতে পৌঁছে গেল শীর্ষে। তিন দশকের সেরা পারফরম্যান্স করে রেকর্ড গড়ে ফেলল তারা। আর রেকর্ড জয়ে আম আদমি পার্টির ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। আম আদমি পার্টিকে জাতিগত ভোট বিভাজনে কাজে লাগিয়েই ফায়দা লুটল বিজেপি। কংগ্রেস জনসংযোগে জোর দিয়েও সেই বিভাজনের তাসকে উপড়ে ফেলতে পারল না।

আম আদমি পার্টি গুজরাতের পূর্ব সীমান্তের উপজাতীয় অঞ্চল পূরভিপট্টিতে প্রবেশ করে প্রচারে ঝড় তুলেছিল। ২৭টি উপজাতি (তফশিলি অধ্যুষিত) সংরক্ষিত আসনের মধ্যে তিনটিতে লিড করছে। বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে কংগ্রেসকে পিছনে ফেলে অন্তত ৬টিতে দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে কংগ্রেসের লড়াই গৌন হয়ে গিয়েছিল উপজাতি অঞ্চলের এই আসনগুলিতে।

অথচ এই উপজাতীয় অঞ্চলে গতবার ছিল কংগ্রেসের দাপট। কংগ্রেস তার জোটসঙ্গী ভারতীয় উপজাতি পার্টি এখানে ভালো জায়গা করে নিয়েছিল গতবার। কিন্তু এবার আম আদমি পার্টি এখানে পা রাখার পর কংগ্রেস ও জোটসঙ্গী বিটিপি বা ভারতীয় উপজাতি পার্টি প্রত্যাখ্যাত হয়ে গেল। ২০১৭ সালে এখানে ২৭টির মধ্যে ১৫টিতে জিতেছিল কংগ্রেস। বিজেপিও কংগ্রেসত্যাগীদের প্রার্থী করে আর আপকে দিয়ে ভোটে ভাগ বসিয়ে এই উপজাতি অঞ্চলে ফায়দা লুটে নেয়।

ভারতীয় উপজাতি পার্টিতে মতবিরোধ, কংগ্রেসে অন্তর্দ্বন্দ্বকেও ভালোভাবে কাজে লাগিয়েছে বিজেপি। সেইমতো তাঁরা প্রার্থী চয়ন করেছে। আম আদি পার্টির গুজরাতে পা দেওয়াকেও তারা কাজে লাগিয়েছে অঙ্ক কষে। শুধু কংগ্রেস নয়, ভারতীয় উপজাতি পার্টিতেও ভাঙন ধরিয়েছিল আম আদমি পার্টি। ফলে তাদের ভোটব্যাঙ্কেও থাবা বসায় আপ। আর তারই জেরে বিশাল সুবিধা পায় বিজেপি। ড্যাংডেঙিয়ে এই উপজাতি অঞ্চলে লিড পায় তারা।

বিজেপি ২৭টির মধ্যে ২১টিতে এগিয়ে রয়েছে। এর ফলে আদিবাসী অঞ্চলে বিজেপি নতুন করে নিজেদের প্রতিষ্ঠিত করল। কংগ্রেসের হাত থেকে বেরিয়ে গেল আদিবাসী ভোট। উল্টোদিকে বিজেপির হিন্দু ভোট কাটা তো দূরের কথা আম আদমি পার্টি কংগ্রেসের মুসলিম ভোট কেটে সুবিধা করে দিল। মোট কথা আম আদমি পার্টির গুজরাতে আগমন শাপে বর হয়ে দাঁড়ায় বিজেপির।

আম আদমি পার্টির জন্যই গুজরাতের উপজাতি অঞ্চলে প্রতিষ্ঠা পায় বিজেপি, আবার মুসলিম ভোট কেটে গুজরাতে কংগ্রেকে বিপাকেও ফেলে দেয় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে। ৯ শতাংশ ভোটে আম আদমি পার্টি থাবা বসাতে সমর্থ হয়। এর ফলেও বিজেপির সুবিধা হয়ে বেশ কিছু আসনে। মোট কথা, অঞ্চলভিত্তিক জাতিগত ভোট বিভাজন করে বিজেপি এবার কংগ্রেসের ৩৭ বছরের রেকর্ড ভেঙে দিতে চলেছে গুজরাতে। ১৯৮৫-তে গুজরাতে রেকর্ডসংখ্যক ১৪৯টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। এবার তা টপকে বিজেপি নতুন ইতিহাস রচনা করতে চলেছে।

বিজেপিকে অ্যাডভান্টেজ দিচ্ছে আপ আর তৃণমূল, ২০২৪-এর আগে ফের প্রমাণ দিল গুজরাতবিজেপিকে অ্যাডভান্টেজ দিচ্ছে আপ আর তৃণমূল, ২০২৪-এর আগে ফের প্রমাণ দিল গুজরাত

English summary
BJP mates Congress in Gujarat Assembly Election after AAP entry despite of their Hinduism card
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X