For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য লোকসভা নির্বাচন ২০২৪, আঞ্চলিক নেতাদের গুরুত্ব দিতে বিজেপির রাজ্য ইউনিটগুলোতে বড় বদলের সম্ভাবনা

লক্ষ্য লোকসভা নির্বাচন ২০২৪, আঞ্চলিক নেতাদের গুরুত্ব দিতে বিজেপির রাজ্য ইউনিটগুলোতে বড় বদলের সম্ভাবনা

Google Oneindia Bengali News

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্য শাখাগুলোর বেশ কয়েকটি সাংগঠনিক পদে রদল বদল করতে পারে বলে জানা গিয়েছে। বিজেপির সাংগঠনিক সমস্যা ও রাজনৈতিক প্রতিকূলতাকে সামনে রেখে এই পরিবর্তন করা হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিজেপির এই সিদ্ধান্তের ফলে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা পদ হারাতে পারেন বলে খবর।

লক্ষ্য লোকসভা নির্বাচন ২০২৪, আঞ্চলিক নেতাদের গুরুত্ব দিতে বিজেপির রাজ্য ইউনিটগুলোতে বড় বদলের সম্ভাবনা

বিজেপি সূত্রের খবর, রাজ্যের তৃণমূল স্তরের মানুষের কাছে পৌঁছতে চাইছে দল। লোকসভা নির্বাচনের আগে বিজেপি আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছে। সেই কারণে আঞ্চলিক নেতাদের বিজেপির শীর্ষনেতৃত্ব জোর দিতে চাইছে। সংসদীয় বোর্ড পুনর্গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি ও শিবরাজ সিং চৌহানের নাম বাদ পড়তে পারে বলে বিজেপি সূত্রের খবর। প্রথমবারের জন্য বোর্ডে গরিষ্ঠতা নিচু বর্ণের নেতারা পেতেন পারেন। বিজেপি ক্রমাগত পিছিয়ে পড়া সম্প্রদায় ও নিচু বর্ণের মানুষের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছে। সেই প্রচারকে সামনে রেখেই দলের অভ্যন্তরে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে বিজেপি বিভিন্ন রাজ্য ইউনিটে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিল। জানা গিয়েছে, বিজেপি উত্তরপ্রদেশের ইউনিটে নতুন সভাপতি নিয়োগ করতে পারে। বিজেপি জোট থেকে নীতীশ কুমার বেরিয়ে আসার পর বিহারের ওপর দল বিশেষ গুরুত্ব দিতে চাইছে। সেখানে রাজ্যের ইউনিটে বেশ কয়েকজন নতুন নেতাকে শীর্ষ নেতৃত্ব আনতে চলেছেন বলে খবর। জেডিইউ আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট করেছে। যার জেরে বিজেপি এক ধাক্কায় অনেকটা ক্ষমতা হারিয়েছে। যদিও বিজেপির নির্বাচিত বিধায়কের সংখ্যা বিহারে সব থেকে বেশি। কয়েক সপ্তাহ আগে বিজেপি মহারাষ্ট্র, ছত্তিশগড় ও উত্তরাখণ্ডে নতুন করে রাজ্য সভাপতি নিয়োগ করেছে। এছাড়াও উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ করা হয়েছে।

ইতিমধ্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাইয়ের ভাগ্য নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। রাজ্যে তাঁর নেতৃত্ব নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। বিরোধী হিসেবে কর্ণাটকে এখনও কংগ্রেস শক্তিশালী দল হিসেবে রয়ে গিয়েছে। যদিও বিজেপি এখনও পর্যন্ত এই পরিবর্তনের কথা অস্বীকার করেছে। সংসদীয় বোর্ডে প্রবীণ নেতা বিএস ইয়েদিউরপ্পাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বিজেপি নিয়েছে বলে খবর। যদিও তাঁকে সংসদীয় বোর্ডে নেওয়ার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে দক্ষিণ ভারতে বিজেপির প্রসার। সূত্রের খবর, উত্তরপ্রদেশে বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বনসালকে জাতীয় দলের অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে এর আগে বিজেপি নেতৃত্ব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করবে বলে জানা গিয়েছে।

English summary
BJP makes changes to address organisational issue in several states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X