For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার-উত্তর প্রদেশ-মহারাষ্ট্র, ২০২৪-এর টার্গেট পূরণে অর্ধেক পথ এগিয়ে গেল বিজেপি

২০২৪-এর টার্গেট পূরণে অর্ধেক পথ এগিয়ে গেল বিজেপি

Google Oneindia Bengali News

সামনেই লোকসভা ভোট। ফের মহারণ জয়ে মরিয়া বিজেপি। জয়ের টার্গেট পূরণে অনেকটাই এগিয়ে গিয়েছে তারা। কারণ দেশের তিনটি সবচেয়ে বড় রাজ্য এখন বিজেপির হাতে। বিহার, উত্তর প্রদেশ আগে থেকেই বিজেপির হতে ছিল। এবার মহারাষ্ট্র বিজেপির হাতে আসতে চলেছে। সম্ভবত আজই শিবসেনার বিদ্রোহী শিবিরের সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি। উদ্ধবের পদত্যাগের জেরে সেটা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে।

মহারাষ্ট্রে সরকার গড়ার পথে বিজেপি

মহারাষ্ট্রে সরকার গড়ার পথে বিজেপি

মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে বিজেপি। টানা ৮ দিনের টানা পোড়েনের পর অবশেষে গতকাল রাতে বিজেপির কাক্ষিত ফলাফল প্রকাশ্যে এসেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। সূত্রের খবর আজই বিকেল সাড়ে চারটে নাগাদ মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি নিয়ে যাবে শিবসেনার বিদ্রোহী শিবির। সঙ্গে অবশ্যই থাকবে বিজেপি। বিজেপির সমর্থন নিয়েই সরকার গড়বে তারা। কাজেই মহারাষ্ট্রে ফের সরকার গড়তে চলেছে বিজেপি। আড়াই বছরের মধ্যে আগাড়ি সরকারের পতন ঘটাতে সমর্থ হয়েছেন শাহ-নাড্ডারা।

তিনটি বড় রাজ্য বিজেপির দখলে

তিনটি বড় রাজ্য বিজেপির দখলে

মহারাষ্ট্রে সরকার গড়ার সঙ্গে সঙ্গে বিজেপির হাতে চলে এসেছে দেশের তিনটি বড় রাজ্য। বিহার এবং উত্তর প্রদেশের পর মহারাষ্ট্র। বিহারে জেডিইউ-র সঙ্গে জোট গড়ে সরকার গড়েছে বিজেপি। কিন্তু বিহাতে সুবিধাজনক অবস্থানে রয়েছে গেরুয়া শিবির। আসন সংখ্যায় অনেকটাই পিছিয়ে শরিক জেডিএস। তবে উত্তর প্রদেশে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে বিজেপি। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছেন যোগী। বাকি ছিল মহারাষ্ট্র। দেশের অন্যতম গুরুত্ব পূর্ণ রাজ্য শাসন করছিল অবিজেপি সরকার। সেটা ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্যে সফল হয়েছে তারা।

২০২৪-র টার্গেেট অনেকটাই এগিেয় বিজেপি

২০২৪-র টার্গেেট অনেকটাই এগিেয় বিজেপি

২০২৪-র লোকসভা ভোটকে টার্গেট করে এখন থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। ২০২২-র পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে সাফল্যের ইঙ্গিত পেয়েছে বিজেপি। সেই রেশ জিইয়ে রাখতেই মহারাষ্ট্রে পট পরিবর্তেনের সূচনা করে গেরুয়া শিবির। এবার দেশের তিনটি বড় রাজ্য বিহার, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্র বিজেপি নিজের দখলে আনতে পেরেছে। তাতেই ২০২৪-র জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে তারা। ২০১৯-র লোকসভা ভোটের আগে সেই টার্গেেট এগিয়েছিল বিজেপি। তখনো দেশের বড় শহরগুলিতে নিজেদের সরকর বহাল রেখেছিল গেরুয়া শিবির।

অর্ধেক যুদ্ধ জয়

অর্ধেক যুদ্ধ জয়

মহারাষ্ট্রে সরকর গঠনের পথে এগিয়ে সেই আগের ফরমুলাতেই শান দিয়েছে বিজেপি। লোকসভার ৩৫২টি আসনের মধ্যে ১৫৮িট কেন্দ্র রয়েছে এই তিন রাজ্যে। তার মধ্যে ১৪৪িট আসনে জয় পেয়েছিল বিজেপি। মহারাষ্ট্রের মতই ২০১৯-এ বিধানসভা ভোটের ঠিক আগে আরজেডির সঙ্গে জোট ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন নীতীশ কুমার। কাজেই ২০২৪-র লোকসভা ভোটের আগে ঠিক আগের সমীকরণেই এগোচ্ছে বিজেপি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ফড়নবীশ, কে কে থাকবেন মন্ত্রিসভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ফড়নবীশ, কে কে থাকবেন মন্ত্রিসভায়

English summary
BJP make their way easy to win 2024 Loksaha election as the have Big states like Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X