For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ বিজেপির প্রথমদফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা! থাকতে পারে যেসব প্রার্থীদের নাম

শনিবার তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। এদিনই বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক রয়েছে। বৈঠকের পরেইপ্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

  • |
Google Oneindia Bengali News

শনিবার তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। এদিনই বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক রয়েছে। বৈঠকের পরেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ১১ এপ্রিল প্রথম দফায় নির্বাচন হতে যাওয়া ৯১ টি আসনের বেশিরভাগ প্রার্থীর নাম থাকতে চলেছে বলেই সূত্রের খবর। সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পের বারাণসী থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

আজ বিজেপির প্রথমদফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা! থাকতে পারে যেসব প্রার্থীদের নাম

সারা দেশের ৫৪৩ টি আসনে নির্বাচন হবে ৭ দফায়। ১১ এপ্রিল থেকে ১৯ মে-র মধ্যে। ২৩ মে ফল ঘোষণা করা হবে।

শনিবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকতে চলেছেন সভাপতি অমিত শাহ। এছাড়াও পদস্থ বিজেপি নেতারা হাজির থাকতে চলেছেন।

[আরও পড়ুন:কার সঙ্গে কার তুলনা! তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের][আরও পড়ুন:কার সঙ্গে কার তুলনা! তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের]

১১ এপ্রিল প্রথম দফার নির্বাচনে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ৪২ টি আসন ছাড়াও, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অসমের কয়েকটি করে আসনে নির্বাচন হতে চলেছে।

[আরও পড়ুন: 'ম্যায় ভি চৌকিদার', প্রচারমূলক ভিডিওয় লোকসভার প্রচার জমিয়ে দিলেন নরেন্দ্র মোদী][আরও পড়ুন: 'ম্যায় ভি চৌকিদার', প্রচারমূলক ভিডিওয় লোকসভার প্রচার জমিয়ে দিলেন নরেন্দ্র মোদী]

সূত্রের খবর অনুযায়ী বিজেপির প্রথম তালিকায় থাকতে পারে ১৮০ জনের নাম। পশ্চিমবঙ্গের বেশ কয়েকজনের নাম থাকতে পারে বলে জানা গিয়েছে। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় থাকতে পারে সত্যপাল সিং, ভিকে সিং, মহেশ শর্মা, গিরিরাজ সিং এবং কিরেন রিজিজুর। কেননা প্রথমদফায় নির্বাচন হতে চলেছে উল্লিখিত প্রার্থীদের রাজ্যে।

[আরও পড়ুন: দক্ষিণের রাজ্যে বিজেপি বিরোধী মহাজোটে ধাক্কা! সম্ভাব্য প্রধানমন্ত্রীত্বে 'স্বীকৃতি' মায়াবতীর][আরও পড়ুন: দক্ষিণের রাজ্যে বিজেপি বিরোধী মহাজোটে ধাক্কা! সম্ভাব্য প্রধানমন্ত্রীত্বে 'স্বীকৃতি' মায়াবতীর]

English summary
BJP likely to release first list of candidates for Lok Sabha polls on Saturdays
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X