For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনেই হাতাহাতি! মোদীর দলের 'অস্বস্তি'-র ছবি হল ভাইরাল

মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সামনেই হাতাহাতিতে জড়ালেন দুই বিজেপি নেতা। রাজস্থানের আলোয়াড়ে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় রোহিতাস শর্মা এবং দেবী সিং শেখাওয়াতের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সামনেই হাতাহাতিতে জড়ালেন দুই বিজেপি নেতা। রাজস্থানের আলোয়াড়ে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় রোহিতাস শর্মা এবং দেবী সিং শেখাওয়াতের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। সেই থেকে হাতাহাতি। বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্য জনসভায় এই ধরনের ঘটনায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।

বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনেই হাতাহাতি! মোদীর দলের অস্বস্তি-র ছবি হল ভাইরাল

মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। সেই সময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপির দুই নেতা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা বিজেপি নেতা দেবী সিং শেখাওয়াতকে মঞ্চ থেকে নামিয়ে দিলে অবস্থা নিয়ন্ত্রণে আসে।

রাজ্যে বিজেপির এটাই নবতম বিতর্ক।

নির্বাচনের আগে রাজস্থান জুড়ে গৌরব যাত্রা শুরু করেছে বিজেপি নেতৃত্ব। উদ্দেশ্য রাজ্যের প্রাপ্তি তুলে ধরা। কিন্তু এই গৌরব যাত্রাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
রাজ্য কংগ্রেসের অভিযোগ, গৌরব যাত্রাকে সফল করতে, সরকারি ক্ষমতার অপব্যবহার করছে বিজেপি। রাজস্থান সরকার ভেঙে দেওয়ার দাবিও করেছে তারা।

রাজস্থান হাইকোর্টে এর আগে জানিয়ে দিয়েছিল, ৪০ দিনের গৌরব যাত্রায় কোনও সরকারি সাহায্য নেওয়া যাবে না। এই যাত্রা রাজ্যের ১৬৫ টি কেন্দ্রে প্রায় ৬০৫৪ কিমি পথ অতিক্রম করবে বলে জানা গিয়েছে।

English summary
BJP Left Red-Faced As Leaders Fight At Vasundhara Raje Rally in Alwar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X