For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের নাম পরিবর্তন বিজেপি প্রশাসনের, জম্মুর ঐতিহাসিক সিটি স্কোয়ার পেল নতুন নাম

ফের নাম পরিবর্তন বিজেপি প্রশাসনের, জম্মুর ঐতিহাসিক সিটি স্কোয়ার পেল নতুন নাম

  • |
Google Oneindia Bengali News

জম্মুর ঐতিহাসিক সিটি চকের নাম পরিবর্তন করা হল। সিটি চক পুরনো জম্মুর বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। বিজেপি নেতৃত্বাধীন জম্মু মিউনিসিপাল কর্পোরেশন এই চকের নতুন নাম দিয়েছে ভারত মাতা চক।

ফের নাম পরিবর্তন বিজেপি প্রশাসনের, জম্মুর ঐতিহাসিক সিটি স্কোয়ার পেল নতুন নাম

বিখ্যাত সিটি চকের নতুন নামকরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। জম্মুর বেশিরভাগ মানুষ অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তারা শহরের উন্নয়নের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরও জোর দিয়েছেন।

বিজেপি নেতা তথা জেএমসির ডেপুটি মেয়র পূর্ণিমা শর্মা জানিয়েছেন, পুরসভার অধিবেশনে তিনি প্রায় চারমাস আগে প্রস্তাবটি রেখেছিলেন। সাধারণ মানুষের দাবি মেনেই সিটি চক-এর নাম ভারত মাতা চক রাখার প্রস্তাব তিনি রেখেছিলেন বলে জানিয়েছেন। প্রতিবছর প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে সেখানে জাতীয় পতাকা তোলা হয়।

ডেপুটি মেয়র বলেছেন, এই জায়গাটি ঐতিহাসিক। অতীতে সেখানে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিক্ষোভও হয়েছে সেখানে।

শহরের একটি রাস্তার নাম অটল বিহারী বাজপেয়ীর স্মৃতির উদ্দেশে স্মরণ করতে রাখা হয়েছে অটল চক।

২০১৮-তে জেএমসির নির্বাচনে ৭৫ টি ওয়ার্ডের মধ্যে ৪৩টি আসন দখল করেছিল বিজেপি।

তবে শহরের একাংশ অবশ্য নাম বদলে খুশি নয়। কনক মান্ডি মার্কেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ভি গুপ্তা এই নাম পরিবর্তনে প্রভাবিত হননি। তাঁর মতে এটা করা উচিত হয়নি। কেননা শহরের সব থেকে পুরনো আবাসিক ও ব্যবসায়িক অঞ্চল।

মঙ্গলবার সকালে ফাঁসি ৪ জনের, নির্ভয়া কাণ্ডে সুপ্রিম কোর্ট খারিজ করল মার্জনার শেষ আবেদনমঙ্গলবার সকালে ফাঁসি ৪ জনের, নির্ভয়া কাণ্ডে সুপ্রিম কোর্ট খারিজ করল মার্জনার শেষ আবেদন

English summary
BJP led Jammu Municipal Corporation has renamed Jammu City Chowk as Bharat Mata Chowk. Part of the resident is not happy with this name change.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X