For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিভার্স অপারেশন কমল! এনপিপি, তৃণমূলের সমর্থন প্রত্যাহার, সংকটে মনিপুর সরকার

মনিপুরে সংকটে বিরেন সিং সরকার। বিজেপির নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে ন্যাশনাল পিপলস পার্টি সমর্থন প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে। যার জেরে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক সংকট।

  • |
Google Oneindia Bengali News

মনিপুরে সংকটে বিরেন সিং সরকার। বিজেপির নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে ন্যাশনাল পিপলস পার্টি সমর্থন প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে। যার জেরে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক সংকট।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ফের অস্থায়ী সদস্যপদ! মোদীর ভারতে প্রথমবাররাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ফের অস্থায়ী সদস্যপদ! মোদীর ভারতে প্রথমবার

২০১৭-র নির্বাচনে ফলাফল

২০১৭-র নির্বাচনে ফলাফল

৬০ সদস্যের মনিপুর বিধানসভায় ২০১৭ সালের নির্বাচনে কংগ্রেস ২৮ আসন দখল করেছিল। বিজেপি পেয়েছিল ২১ টি আসন। বাকি আসন পেয়েছিল সেখানকার ছোট দলগুলি।

বিজেপির সরকার গঠন

বিজেপির সরকার গঠন

কিন্তু বিজেপির বিরেন সিং-এর নেতৃত্ব সরকার গঠিত হয়। সেই সরকারকে সমর্থন করে এনপিপি, নাগা পিপলস ফ্রন্ট, লোক জনশক্তি পার্টি। এনপিপি ও এনপিএফ-এর ৪ জন করে বিধায়ক ছিল সেই সময়। এলজেপির ছিল একজন বিধায়ক। এছাড়াও একজন করে নির্দল ও তৃণমূল বিধায়ক বিজেপির সরকারকে সমর্থন করেছিল সেই সময়।

এনপিপি, তৃণমূলের সমর্থন প্রত্যাহার

এনপিপি, তৃণমূলের সমর্থন প্রত্যাহার

সর্বশেষ খবর অনুযায়ী, এনপিপি বিরেন সিং সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে। এছাড়াও এক তৃণমূল ও এক নির্দল বিধায়কও সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছেন। এছাড়াও ৩ বিজেপি বিধায়ক ইস্তফা দিয়েছেন। ফলে বিজেপি নেতৃত্বাধীন সরকার শক্তি ২৩-এ নেমে গিয়েছে। এর মধ্যে নিজের দলের ১৮ জন ছাড়াও এনপিএফ-এর ৪ ও এলজেপির ১ বিধায়কের সমর্থন রয়েছে।

সরকার গঠনের দাবি কংগ্রেসের

সরকার গঠনের দাবি কংগ্রেসের

এরই মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ইবোবি সিং সমর্থন যোগারের জাবি করে, রাজ্যে সরকার গঠনের দাবি তুলেছেন।

English summary
BJP led Govt in Manipur is in trouble as NPP withdraw support from alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X