For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হরিয়ানায় পুর নির্বাচনে সবকটি আসনে বিপুল জয় বিজেপির

কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটে হারের পরে হরিয়ানায় পুর ভোট সম্মান রক্ষার লড়াই ছিল বিজেপি কাছে। সেই লড়াইয়ে সসম্মানে উত্তীর্ণ গেরুয়া শিবির।

  • |
Google Oneindia Bengali News

কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটে হারের পরে হরিয়ানায় পুর ভোট সম্মান রক্ষার লড়াই ছিল বিজেপি কাছে। সেই লড়াইয়ে সসম্মানে উত্তীর্ণ গেরুয়া শিবির। পাঁচটি জেলায় পুরভোটে সবকটিতেই জয়ের পথে বিজেপি। হিসার, কারনাল, পানিপথ, রোহতক ও যমনুনগরে জয় পেতে চলেছে বিজেপি।

হরিয়ানায় পুর নির্বাচনে সবকটিতে বিপুল জয়ের পথে বিজেপি

১৬ ডিসেম্বর রবিবার ভোটগ্রহণ হয়। পাঁচটি জেলায় মোট ১১০টি ওয়ার্ডে ৬৩.৩৯ শতাংশ ভোট পড়ে। বিজেপিকে জেতাতে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জোর প্রচার করেছিলেন। তারই ফসল ঘরে তুলল বিজেপি।

হিসার থেকে বিজেপির গৌতম সর্দানা পঞ্চম রাউন্ডের শেষে প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। কারনালে রেণু বালা প্রায় ৩৭ হাজার ভোটে এগিয়ে ১১ রাউন্ড শেষে। পানিপথে অভনীত ১৪ রাউন্ডের পর ৭২ হাজারের বেশি ভোটে এগিয়ে। রোহতক ও যমুনানগরে মনমোহন সিং ও মদন সিং ২১ হাজার ও ৪৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। ফলে সকলেই জয় পেতে চলেছেন।

[আরও পড়ুন: 'মৌনী' প্রধানমন্ত্রী ছিলেন না, নিজের উদাহরণ টেনে মোদীকে তোপ মনমোহনের ][আরও পড়ুন: 'মৌনী' প্রধানমন্ত্রী ছিলেন না, নিজের উদাহরণ টেনে মোদীকে তোপ মনমোহনের ]

এছাড়া ফতেহবাদের জাখাল মান্ডি ও কৈথালের পুন্ডরীতে দুটি পুর কমিটির ভোটেও বিজেপি জয় পেতে চলেছে।

মেয়র পদে ৫৯ জন প্রার্থী লড়াই করেছেন। যার মধ্যে ৪০ জন পুরুষ ও ১৯ জন মহিলা রয়েছে। এছাড়া সবমিলিয়ে ৫৯২ জন প্রার্থী পুরভোটে দাঁড়ান। যার মধ্যে ৩২২ জন পুরুষ ও ২৭০ জন মহিলা ছিলেন। এছাড়া পুর কমিটি নির্বাচনে ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে ৩৫ জন পুরুষ ও ৫৪ জন মহিলা প্রার্থী ছিলেন। মোট ১৪ লক্ষ ১ হাজার ৪৫৪ জন ভোটার ছিলেন বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: সাংবাদিক সম্মেলনে সিন্ধিয়ার 'উপদেশ'! ভাইরাল ভিডিও-র জেরে রাহুলকে কটাক্ষ বিজেপির][আরও পড়ুন: সাংবাদিক সম্মেলনে সিন্ধিয়ার 'উপদেশ'! ভাইরাল ভিডিও-র জেরে রাহুলকে কটাক্ষ বিজেপির]

[আরও পড়ুন: আইএনএক্স মিডিয়া মামলায় চিদাম্বরমকে জরুরি সমন ইডি-র][আরও পড়ুন: আইএনএক্স মিডিয়া মামলায় চিদাম্বরমকে জরুরি সমন ইডি-র]

English summary
BJP leads in all five districts in Haryana in municipal corporation election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X