For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বিধায়করা কংগ্রেসে যোগ দিতে চান, দাবি মধ্যপ্রদেশের কংগ্রেস মন্ত্রীদের

বিজেপি বিধায়করা কংগ্রেসে যোগ দিতে চান, দাবি মধ্যপ্রদেশের কংগ্রেস মন্ত্রীদের

Google Oneindia Bengali News

বুধবারই বিজেপি ঠিক করেছিল যে অযোগ্য দলীয় বিধায়ক প্রহ্লাদ লোধীর সদস্যপদ পুনরুদ্ধারের জন্য মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডনের সঙ্গে দেখা করবে। কিন্তু তার আগেই কংগ্রেস সরকারের দুই মন্ত্রী রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে দাবি করেন যে কংগ্রেসে যোগ দিতে ইচ্ছুক বিজেপির বেশ কিছু বিধায়ক।

বিজেপি বিধায়করা কংগ্রেসে যোগ দিতে চান, দাবি মধ্যপ্রদেশের কংগ্রেস মন্ত্রীদের


কংগ্রেস মন্ত্রীদের দাবি

মুখ্যমন্ত্রী কমল নাথ সরকারের বরিষ্ঠ সদস্য ডঃ গোবিন্দ সিং মঙ্গলবার দাবি করেছেন যে, '‌বিজেপির পক্ষ থেকে সবসময়ই হুমকি দেওয়া হয় যে তারা যখন তখন আমাদের সরকারকে ফেলে দিতে পারে। কিন্তু আসল ঘটনা হল বিজেপির ৩–৪ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর ইঙ্গিতের অপেক্ষায় আছেন তাঁরা। তারপরই কংগ্রেসে যোগ দেবেন ওই বিধায়করা।’‌ আইন, আইন পরিষদ ও জনসংযোগ আধিকারিক মন্ত্রী পিসি শর্মা বলেন, 'বিজেপির কাছে আমরা এটা স্পষ্ট করতে চাই যে যখনই বিধানসভায় কোনও গুরুত্বপূর্ণ খসড়া প্রস্তাবে।র সময় আসবে, অতীতের মতোই গেরুয়া দলের পক্ষ থেকে ৩–৪ জন বিধায়ক আমাদের পাশে এসে দাঁড়াবে এবং ওই দলকে স্তম্ভিত করবে।’‌ ‌

কংগ্রেসের দাবিকে খারিজ বিজেপির

কংগ্রেস মন্ত্রীদের দাবিকে নস্যাৎ করে দিয়ে বিধানসভায় বিজেপির প্রধান ও প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, '‌শেষ ১১ মাস ধরে কংগ্রেস নেতা–মন্ত্রীরা অন্তর্নিহিত দ্বন্দ্বের কারণে তাদের সরকারকে পতন থেকে বাঁচানোর জন্য ফাঁকা আওয়াজ করা ছাড়া কোনও কাজ করেননি।’‌ ডঃ গোবিন্দ সিং এবং পিসি শর্মা উভয়ই কমলনাথ সরকারের সেই মন্ত্রীদের মধ্যে রয়েছেন, যাঁরা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিংয়ের ঘনিষ্ঠ বলে বিবেচিত হন।

English summary
Both, Dr Govind Singh and PC Sharma are among those ministers of Kamal Nath government, who are considered close to former CM and present Rajya Sabha member Digvijaya Singh,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X