For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই দুই রাজ্যের রাজ্যপাল করা হল দুই বিজেপি নেতাকে

বিজেপি নেতা গণেষী লাল এবং কুম্মানাম রাজাশেখরণকে যথাক্রমে ওড়িশা ও মিজোরামের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে এই খবর জানানো হয়েছে

  • |
Google Oneindia Bengali News

বিজেপি নেতা গণেষী লাল এবং কুম্মানাম রাজাশেখরণকে যথাক্রমে ওড়িশা ও মিজোরামের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে এই খবর জানানো হয়েছে।

এই দুই রাজ্যের রাজ্যপাল করা হল দুই বিজেপি নেতাকে

রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, অধ্যাপক গণেষী লাল ওড়িশার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন। বর্ষীয়ান নাগা নেতা এসসি জামিরের কার্যকালের মেয়াদ শেষ হয়েছিল গত মার্চে। তার পর থেকে ওড়িশার রাজ্যপালের পদ শূন্য ছিল। তবে মধ্যে সময় টুকু বিহারের রাজ্যপাল সত্যপাল মালিক অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওড়িশার দায়িত্ব সামলাচ্ছিলেন। গণেষী লাল হরিয়ানা বিজেপির প্রাক্তন সভাপতি। রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, যেদিন থেকে গণেষী লাল দায়িত্ব নেবেন সেদিন থেকে কার্যকালের মেয়াদ শুরু হবে।

অন্যদিকে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কেরলের বিজেপি প্রধান কুম্মানাম রাজশেখরণকে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিয়োগ কথা জানিয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নির্ভয় শর্মার স্থলাভিষিক্ত হবেন। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মে। আরএসএস-এর প্রচারক হওয়ার জন্য তিনি সরকারি চাকরি ছেড়ে ছিলেন। আরএসএস-এর এই প্রচারককে ২০১৫-তে কেরলের বিজেপি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।

English summary
BJP leaders from Haryana and Kerala appoints as Governors of Mizoram and Odisha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X