For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে গোয়েন্দা! তুলে দেওয়া হল পুলিশের হাতে

হায়দরাবাদে বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠক (National Executive Committee meeting)। সেই বৈঠকেই কিনা গোয়েন্দা (Spy)। বিজেপি দাবি করেছে, তারা রাজ্য সরকারের এক গোয়েন্দাকে ধরে পুলিসের হাতে তুলে দিয়েছে। যদিও এব্যা

Google Oneindia Bengali News

হায়দরাবাদে বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠক (National Executive Committee meeting)। সেই বৈঠকেই কিনা গোয়েন্দা (Spy)। বিজেপি দাবি করেছে, তারা রাজ্য সরকারের এক গোয়েন্দাকে ধরে পুলিসের হাতে তুলে দিয়েছে। যদিও এব্যাপারে এখনও এব্যাপারে তেলেঙ্গানার টিআরএস সরকারের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

যেভাবে গোয়েন্দাগিরি

যেভাবে গোয়েন্দাগিরি

বিজেপির তরফে দাবি করা হয়েছে, বৈঠক চলাকালীন কিছু নথির ছবি ক্লিক করতে গিয়ে গোয়েন্দা অফিসারকে হাতেনাতে ধরা হয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, লোকেরা যখন খেতে গিয়েছিল, সেই সময় ওই গোয়েন্দা অফিসার কাগজগুলি পরীক্ষা করছিলেন। মোবাইলে কাগজপত্রের ছবি তুলছিলেন। সেই সময় বিজেপি কর্মী দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং হায়দরাবাদ পুলিশের হাতে তুলে দেয়। এই মুহূর্তে তেলেঙ্গানা পুলিশ পুরো বিষয়টির তদন্ত করছে বলে জানা গিয়েছে। (ছবি সৌজন্য: টুইটার)

ছবি মুছেছেন বিজেপি কর্মীরা

ছবি মুছেছেন বিজেপি কর্মীরা

বিজেপির তেলেঙ্গানা ইউনিটের এক শীর্ষ নেতাও এব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বৈঠক চলার সময়ে এক গোয়েন্দা অফিসারকে ধরা হয়েছে। বিজেপির এক প্রাক্তনবিধায়ক জানিয়েছেন, সেই গোয়েন্দা অফিসারকে ঊর্ধ্বতন অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও তিনি মোবাইলে যেসব ছবি তুলেছিলেন, তাও মুছে দেওয়া হয়েছে।

পুলিশের পাশ না সাংবাদিকের পাশ

পুলিশের পাশ না সাংবাদিকের পাশ

একটি মহল বলছে ওই গোয়েন্দা আধিকারিক ঢুকেছিলেন সাংবাদিক পাশ নিয়ে। যদিও বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক কভার করতে যাওয়া সাংবাদিকরা বলছেন, তাঁদের কারও ভিতরে ঢোকার অনুমতি নেই। আবার একটি মহল বলছে পুলিশের পাশ নিয়ে ঢুকেছিলেন। যদিও পুলিশকে জানিয়েই দেওয়া হয়েছিস বিজেপির পাশ ছাড়া কেউ সেখানে ঢুকতে পারবে না। তাহলে কি পুলিশের একাংশ গোয়েন্দাগিরি করতে ওই গোয়েন্দা আধিকারিককে সেখানে ঢুকিয়েছে, সেই প্রশ্ন তুলেছে বিজেপি।

রাজ্য সরকারকে নিশানা বিজেপির

রাজ্য সরকারকে নিশানা বিজেপির

বিজেপি নেতারা রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি বৈঠকে গোয়েন্দাগিরির অভিযোগে সরব হয়েছেন। তাঁরা বলছেন রাজ্য সরকারের এই মনোভাব গ্রহণযোগ্য নয়। অন্যের গোপনীয়তা লঙ্ঘন করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তাঁরা।
বিজেপির প্রশ্ন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কেন গোয়েন্দা অফিসার পাঠালেন। বিজেপির বক্তব্য হল, যদি কিছু থাকে, তাহলে তাদের এগিয়ে আসা উচিত। এই ঘটনায় রাজ্য সরকারের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বিজেপি। তবে বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
তবে জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে বিজেপির আশা পরের নির্বাচনে তারা তেলেঙ্গানায় বিজেপির সরকার তৈরি করতে পারবে। কেননা তেলেঙ্গানায় কেসিআর-এর সরকারকে রক্ষা করছেন ওয়েইসি।

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে উদ্বিগ্ন মোদী! বাংলায় গণতন্ত্রের হত্যা হচ্ছে, অভিযোগ প্রধানমন্ত্রীরবিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে উদ্বিগ্ন মোদী! বাংলায় গণতন্ত্রের হত্যা হচ্ছে, অভিযোগ প্রধানমন্ত্রীর

English summary
BJP leaders claims they catch a spy from National Executive committee meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X