For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্থনীতিকে 'ঘেঁটে' দিয়েছেন জেটলি, কেন্দ্রের সমালোচনায় মুখর বর্ষীয়ান এই বিজেপি নেতা

বর্ষীয়ান বিজেপি নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিরও।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ফের ঘরের মধ্যেই সমালোচনায় বিদ্ধ হল কেন্দ্রীয় সরকার। এবার বর্ষীয়ান বিজেপি নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিরও। জেটলি গোটা অর্থনীতিকেই ঘেঁটে রেখেছেন বলে একটি সর্বভারতীয় দৈনিকের সম্পাদকীয় কলমে মন্তব্য করেছেন যশবন্ত সিনহা। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে অর্থনীতির চাঙ্গা হওয়ার কোনও আশা দেখছেন না তিনি।

অর্থনীতিকে 'ঘেঁটে' দিয়েছেন জেটলি, কেন্দ্রের সমালোচনায় মুখর বর্ষিয়ান এই বিজেপি নেতা

প্রতিবেদনে যশবন্ত সিনহা লিখেছেন, অর্থমন্ত্রী যেভাবে অর্থনীতিকে ঘেঁটেছেন, তাতে যদি আমি এখন মুখ না খুলি তাহলে আমি মনে করব দেশের প্রতি আমার কর্তব্যে আমি ব্যর্থ হয়েছি। আমার এটাও মনে হয়েছে, আমি যা বলতে চেয়েছি তা বিজেপিরই একটা বড় অংশের মনের কথা যারা মুখ খুলতে ভয় পান। তিনি আরও বলেন, বিরোধী থাকাকালীন তাঁরা রেইডের বিরোধিতা করতেন, কিন্তু আজ সেটাই সরকারের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।

যশবন্ত সিনহা আরও বলেন, নোট বাতিলের পর আয়কর আধিকারিকদের সারাদেশের কয়েক লক্ষ মানুষের আয়ের তদন্ত করার দায়িত্ব দেওয়া হল। দায়িত্ব বাড়ল সিবিআই ও ইডি-রও। এভাবেই নিত্য নতুন নিয়মের নাম করে সাধারণ মানুষকে ভয় দেখানোর খেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলিকে কটাক্ষ করে তাঁর দাবি, প্রধানমন্ত্রী বলেন তিনি নাকি দারিদ্র খুব কাছ থেকে দেখেছেন। দেশের বাকি মানুষও যাতে দারিদ্র খুব কাছ থেকে দেখতে পারেন, তারজন্য দিন রাত খেটে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

অর্থনীতিকে 'ঘেঁটে' দিয়েছেন জেটলি, কেন্দ্রের সমালোচনায় মুখর বর্ষিয়ান এই বিজেপি নেতা

অপরদিকে বিজেপির বর্ষিয়ান নেতার এই মন্তব্যকেই হাতিয়ার করতে চলেছে বিরোধীরা। ইতিমধ্য়েই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইট করে চিদম্বরম বলেন, শক্তির ওপর সত্যি। এবার কি শক্তি সত্যিটা স্বীকার করবে।

যশবন্ত সিনহার বক্তব্যকে হাতিয়ার করে জেটলিকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও।

আগামী লোকসভা নির্বাচনের আগে অর্থনৈতিক ভরাডুবি থেকে বেরিয়ে আসা কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ বলেই মন্তব্য করেছেন যশবন্ত সিনহা। সেইসঙ্গে জিডিপি নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, বর্তমান সরকার জিডিপি-র যা হিসেব করছে, পুরনো নিয়মে হিসেব করলে তা ৫.৭ শতাংশ নয় আসলে ৩.৭ শতাংশ বা তারও কম হয়।

English summary
Veteran BJP leader Yashwant Sinha takes a dig at Central Government, says finance minister makes a mess of economy, he says, GDP is not more than 3.7 % according to old calculation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X