For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি হিংসায় নাক গলালে 'আমেরিকার নির্বাচনেও..'! মার্কিন নেতার টুইটের পর কোন হুমকি বিজেপি নেতার

দিল্লি হিংসায় নাক গলালে 'আমেরিকার নির্বাচনেও..'! মার্কিন নেতার টুইটের পর কোন হুমকি বিজেপি নেতার

  • |
Google Oneindia Bengali News

মার্কিন ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্সের সাম্প্রতিক টুইট ঘিরে ভারতের রাজনীতিতে বেশ আলোড়ন যে পড়েছে তা বিজেপির অন্যতম সভাপতি সন্তোষের বক্তব্যেই উঠে আসতে শুরু করেছে। এদিন বিজেপি নেতা সন্তোষের একটি হুমকি টুইটের নিশানায় পড়েন মার্কিন নেতা বার্নি স্যান্ডার্স। উল্লেখ্য, এই হুমকি টুইটের কেন্দ্রে রয়েছে দিল্লি পরিস্থিতি।

বার্নির টুইট

বার্নির টুইট

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফরকালে অগ্নিগর্ভ দিল্লির পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন মার্কিন ডেমোক্র্যাট নেতা বার্নি। তিনি লেখেন, '২০০ মিলিয়ন মুসলিম ভারতকে নিজের ঘর মনে করে। ছড়িয়ে পড়া হিংসা সেখানে ২৭ জনের প্রাণ কেড়েছে। আহত অনেকে। ট্রাম্প বলছেন , এটা ভারতের ব্যাপারষ এটা মানবাধিকার নিয়ে নেতৃত্বের ব্যর্থতা '

এরপরই টুইট বাণ বিজেপির

এরপরই টুইট বাণ বিজেপির

রাজনৈতিক আঙিনা আলাদা হলেও, বিজেপি নেতা মার্কিন ডেমোক্র্যাট নেতাকে একহাত নিতে ছাড়েননি। বিজেপির নেতা বি এল সন্তোষ এক টুইটে বলেন, 'আমরা যতই ভাবি যে নিরপেক্ষ থাকব, ততই আপনারা আমাদের বাধ্য করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নাক লগাতে...বলতে খারাপ লাগছে.. তবে আপনারা আমাদের বাধ্য করছেন।'

টুইট যুদ্ধে অবসান কোথায়?

টুইট যুদ্ধে অবসান কোথায়?

এরপরই টুইট যুদ্ধের অবসান হয়, বিএল সন্তোষের টুইট ডিলিট হওয়ার পর। বি এল সন্তোষ শেষমেশ এই বিতর্কের অবসান ঘটান নিজের করা টুইটটি ডিলিট করে। তবে টুইটে যে তিনি সাফ বার্তা দিয়েছেন, যে দিল্লি নিয়ে মার্কিনীরা কথা বললে , বিজেপিও মার্কিন নির্বাচনে নাক গলাবে , তা বলাই বাহুল্য।

English summary
BJP Leader threats to interfere in USA election, Know the reason .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X