For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'১৫ ডিসেম্বরের মধ্যে সব খতম', শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাঝেই দিল্লিতে বঙ্গ বিজেপির জরুরি বৈঠক

'১৫ ডিসেম্বরের মধ্যে সব খতম', শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাঝেই দিল্লিেত বঙ্গ বিজেপির জরুরি বৈঠক

Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডলের সিবিআই দশা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন দেখতে থাকুন ১৫ ডিসেম্বরের মধ্যে সব খতম। শুভেন্দুর এই মন্তব্যের পরেই আগামিকাল ফের অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। তার মধ্যেই আবার রাজধানী দিল্লিতে বঙ্গ বিজেপির নেতাদের বৈঠক শুরু হয়েছে। তাই নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। তাহলে কী মমতা সরকারের পতন আসন্ন?

১৫ ডিসেম্বরের মধ্যে সব খতম

১৫ ডিসেম্বরের মধ্যে সব খতম

এসএসসি কাণ্ডে শ্রীঘরে ঠাঁই হয়েছে টিএমসির মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মমতা ঘনিষ্ঠ নেতা পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর ঘণিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা। তার পরেই আবার অনুব্রত মণ্ডলকে নিয়ে তৎপর হয়ে উঠেছে সিবিআই। গতকালের পর আবার আগামীকাল তলব করা হয়েছে তাঁকে। এদিকে আবার অনুব্রত মণ্ডলের শরীর সুস্থ রয়েছে বলে জানিয়ে দিয়েছে এসএসকেএম হাসপাতল। তারপরেই বিস্ফারক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের পাশের সেলে ঠাঁই হবে অনুব্রতর। দেখতে থাকুন ১৫ ডিসেম্বরের মধ্যে সব খতম।'

ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

মহারাষ্ট্রের পরিণতি হতে পারে বাংলারও এই বার্তা আগেই দিয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তারপরে আবার ১৫ ডিসেম্বরের মধ্যে সব খতম হবে মন্তব্য করে আরো জল্পনা বাড়িয়েছেন তিনি। একুশের ভোেট বিজেপির করুণ পরিণতি মেনে নিতে পারেনি দিল্লির কেন্দ্রীয় নেতারা সেকারণেই কী সরকার ফেলার কৌশল নিয়েছেন তাঁরা। মমতার দিল্লি সফরের আগেই দিল্লি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও। শুভেন্দুর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

এসএসসি জাতীয় ইস্যু

এসএসসি জাতীয় ইস্যু

সূত্রের খবর দিল্লির নেতারা পঞ্চায়েত ভোটে এসএসসি কাণ্ডকে ইস্যু করতে চাইছে। এমনকী লোকসভ ভোটেও এসএসসি কাণ্ডকে হাতিয়ার করতে চাইছে তারা। সেকারণেই হয়তো এতটা তৎপরতা। সূত্রের খবর পার্থর পর অনুব্রত মণ্ডলকে টার্গেট করা হয়েছে। আগামীকাল পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে দিল্লি থেকে বিশেষ অফিসাররা আসছেন কলকাতায় তাঁরা। জেরা করবেন পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে আগামীকালই কি পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেবে সিবিআই। কারণ সাপ্লিমেন্টারি চার্জ শিটে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের ৪৯টি সম্পত্তির ডিডে অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয়দের নাম রয়েছে বলে জানানো হয়েছে।

দিল্লিতে বৈঠক বঙ্গ বিজেপি

দিল্লিতে বৈঠক বঙ্গ বিজেপি

রাজ্যে যখন টান টান উত্তেজনা। ঠিক তখনই দিল্লিতে জরুরি বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপির নেতারা। আগামী ১১ অগাস্ট হবে সেই বৈঠক। থাকবেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও, রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। সেই বৈঠকে থাকবেন শিবপ্রকাশ, অমিত মালব্যও। হঠাৎ করে দিল্লিতেই কেন এই বৈঠক করবে বিজেপি এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার মধ্যে আবার অনুব্রত মণ্ডলের সিবিআই তলব। আর শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য জল্পনা বাড়িয়েছে। পঞ্চায়েত ভোটকে টার্গেট করেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্র মন্ত্রিসভার সম্প্রসারণের শুরুতেই ক্ষোভ, প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ শিণ্ডে অনুগামী গুলাবরাও পাটিলেরমহারাষ্ট্র মন্ত্রিসভার সম্প্রসারণের শুরুতেই ক্ষোভ, প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ শিণ্ডে অনুগামী গুলাবরাও পাটিলের

English summary
BJP leader of Bengal meet with Suvendu Adhikari at Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X