For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি নেতার কঠোর সমালোচনার মুখে মোদী সরকার! ভ্যাকসিন উদ্যোগ নিয়ে সরব স্বামী

বিজেপি নেতার কঠোর সমালোচনার মুখে মোদী সরকার! ভ্যাকসিন উদ্যোগ নিয়ে সরব স্বামী

Google Oneindia Bengali News

গোটা দেশ জুড়ে ক্রমাগত করোনা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মহল থেকে ক্ষোভ রয়েছে। ভ্যাকসিনেশনের গতিপ্রকৃতি নিয়ে বিরোধীদলের একাধিক নেতা মোদী সরকারের দিকে আঙুল তুলেছে। এমন অবস্থায়, খোদ বিজেপির তরফেই সুব্রহ্মণ্যম স্বামী এবার মুখ খুললেন মোদী সরকারের বিরুদ্ধে।

কেন্দ্রের উদাসীনতার কারণেই গতি কমছে টিকাকরণে, ফের আক্রমণে রাহুল কেন্দ্রের উদাসীনতার কারণেই গতি কমছে টিকাকরণে, ফের আক্রমণে রাহুল

 সরব স্বামী

সরব স্বামী

বিভিন্ন রাজ্যে ভ্যাকসিনের অপ্রতুলতা নিয়ে রীতিমতো সরব হয়েছেন বিজেপি মেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি একধাপ এগিয়ে অবিজেপি রাজ্যগুলিকে এবিষয়ে এগিয়ে আসার বার্তা দেন। এদিকে , কেন্দ্রের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে ২১.৮০ কোটি ভ্যাকসিন ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়ে দিয়েছে সরকার।

 অবিজেপি রাজ্যকে স্বামীর পরামর্শ

অবিজেপি রাজ্যকে স্বামীর পরামর্শ

বিজেপির নেতা হয়েও সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন, তিনি চান ভ্যাকসিনেশনের শ্লথগতি নিয়ে অবিজেপি রাজ্যগুলি আরও সরব হোক। তাঁর দাবি, এই রাজ্যগুলি বিদেশ থেকে ভ্যাকসিন প্রচুর পরিমাণে আনিয়ে , তার বিল যেন মোদী সরকারের হাতে তুলে দেওয়া হয়। দায়ে পড়ে কেন্দ্র এই বিল থেকে মুখ ফেরাতে পারবে না বলে দাবি করছেন বিজেপির এই নেতা।

ভ্যাকসিন ইস্যু ও দেশ

ভ্যাকসিন ইস্যু ও দেশ

প্রসঙ্গত, ভ্যাকসিন যাতে নষ্ট না হয়, তার জন্য সচেষ্ট হওয়ার বার্তা আগেই দিয়েছে কেন্দ্র। জেলাস্তরীয় আমলাদের সঙ্গে বৈঠকের পর বারবার মোদী সরকার জানান যে ভ্যাকসিন দেশে কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। এমন পরিস্থিতিতে এদিনই অনসাইটে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন নিয়ে বড় বার্তা দিয়েছে কেন্দ্র । এবার থেকে অন সাইটে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন সম্ভব বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।

 করোনা ও উত্তরপ্রদেশ

করোনা ও উত্তরপ্রদেশ

প্রসঙ্গত, করোনার জেরে দেশে প্রবলভাবে মারণ আকার ধারণ করেছে মহামারী। ইতিমধ্যেই যোগী রাজ্য উত্তরপ্রদেশের করোনার দ্বিতীয় ঢেউ একের পর এক বিজেপি নেতার প্রাণ কেড়েছে । বহু গেরুয়া নেতার পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি হতে সমস্যায় পড়েছেন সেরাজ্যে। এই পরিস্থিতিতে যোগী সরকারের বিরুদ্ধে বহু বিজেপি নেতাকে মুখ খুলতে দেখা যায়।

English summary
BJP leader Subramanian Swamy warns centre against supply of Covid vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X