For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালিয়া কাণ্ডে জেটলির পদত্যাগ দাবি! মোদী সরকারের বিপদ বাড়ালেন এই বিজেপি নেতা

বিজয় মালিয়া কাণ্ডে বিজেপির অন্দরমহল থেকেই এবার অর্থমন্ত্রী অরুণ জেটলির পদত্যাগের দাবি উঠল। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পর সেই দাবি করলেন সুব্রামনিয়ান স্বামী।

  • |
Google Oneindia Bengali News

বিজয় মালিয়া কাণ্ডে বিজেপির অন্দরমহল থেকেই এবার অর্থমন্ত্রী অরুণ জেটলির পদত্যাগের দাবি উঠল। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পর সেই দাবি করলেন সুব্রামনিয়ান স্বামী। নিজের দাবির সমর্থনে টেনে এনেছেন, দেশের প্রথম প্রধানমন্ত্রীর সময়ের একটি ঘটনা। মন্ত্রীর ইস্তফার প্রশ্নে সেই সময় প্রথম প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাও নিম্নগামী হয়েছিল বলে স্মরণ করিয়ে দিয়েছেন সুব্রামনিয়ান স্বামী।

মালিয়া কাণ্ডে জেটলির পদত্যাগ দাবি! মোদী সরকারের বিপদ বাড়ালেন এই বিজেপি নেতা

অরুণ জেটলির নাম না করে সুব্রামনিয়ান স্বামী বলেছেন, গণ দাবি উঠলে ইস্তফা দেওয়া উচিত।
টুইটে সুব্রামনিয়ান স্বামী উল্লেখ করেছেন, ১৯৬২-তে যুদ্ধে পরাজিত হওয়ার জেরে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ভিকে কৃষ্ণ মেননের পদত্যাগের দাবি উঠেছিল। কিন্তু নেহরু প্রথমে নিজের সংসদীয় দলে বলেছিলেন মেনন ইস্তফা দিলে, তাঁকেও ইস্তফা দিতে হয়। স্বামীর দাবি, এরপর কংগ্রেস সংসদীয় দল বলে, নেহরুকে ইস্তফা দিতে। সেই সময় নেহরু প্রতিরক্ষামন্ত্রী ভিকে কৃষ্ণ মেননকে বহিষ্কার করেন। কিন্তু ইস্তফা দেওয়া, না দেওয়ার বিতর্কের মধ্যে অনেকটাই সময় পার হয়ে গিয়েছিল। সেই সময়ের মধ্যে নেহরুর জনপ্রিয়তায় ভাঁটা পড়েছিল বলে মন্তব্য করেছেন সুব্রামনিয়ান স্বামী।

লুক আউট নোটিসে বদল করার ঘটনারও সমালোচনা করেছেন স্বামী।

এর আগে লন্ডনে বিজয় মালিয়া দাবি করেন, ভারত ছাড়ার আগে অর্থমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করে, মিটমাটের প্রস্তাব দিয়েছিলেন। যদিও জেটলি এই দাবি খারিজ করে দেন। যদিও কংগ্রেস নেতা পিএল পুনিয়া দাবি করেছেন, তিনি জেটলিকে মালিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করতে দেখেছিলেন। এরপরেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অর্থমন্ত্রী অরুণ জেটলির পদত্যাগ দাবি করেন। বিজেপির তরফে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।

English summary
BJP leader Subramanian Swamy claims Arun Jaitly's resignation on Vijay Mallya controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X