For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাটনা সাহিব থেকে কংগ্রেসের টিকিটে লড়ার সম্ভাবনা বুঝেই মোদীকে চূড়ান্ত আক্রমণে শত্রুঘ্ন

বিহারের পাটনা সাহিব কেন্দ্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে দাঁড় করাতে চলেছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

বিহারের পাটনা সাহিব কেন্দ্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে দাঁড় করাতে চলেছে বিজেপি। এমনই খবর দলীয় সূত্রে। যার ফলে এই কেন্দ্র থেকে জেতা বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা টিকিট পাবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে। যেভাবে গত কয়েক বছরে তিনি বারবার কেন্দ্রীয় নেতৃত্ব তথা নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছেন তাতে দল থেকে বহিষ্কার না করলেও তাঁকে একঘরে করে রেখে দিয়েছে বিজেপি।

পাটনা থেকেই লড়বেন

পাটনা থেকেই লড়বেন

নাছোড় শত্রুঘ্ন জানিয়েছেন, তিনি পাটনা সাহিব কেন্দ্র থেকেই লড়বেন। আর শোনা যাচ্ছে, কংগ্রেসের টিকিটে আগামী লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন বিহারের এই কেন্দ্র থেকে।

মোদীকে আক্রমণ

এটা জানার পরই শত্রুঘ্ন বিজেপি নেতা হওয়া সত্ত্বেও কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিরোধী জোটকে কটাক্ষ করে মোদী বলেছিলেন, মহাঘোঁট। তা নিয়ে শত্রুঘ্ন বলেছেন, আপনার জোটে ৪০টির বেশি দল রয়েছে। এটাকে কি বলবেন?

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মোদী

তার চেয়ে বরং নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করুন। নিজের প্রতিশ্রুতি ও পারফরম্যান্সের মাঝের ফারাক কমানোর চেষ্টা করুন। মোদীকে এই বলে তোপ দেগে শত্রুঘ্ন বলেছেন, ১০০টি স্মার্ট সিটি প্রকল্পের কথা বলেছিলেন। তার মধ্যে একটারও নাম বলতে পারবেন?

[আরও পড়ুন:নেহরু-গান্ধী পরিবারের নাম না করে চরম তোপ মোদীর! পাল্টা হুঙ্কার প্রিয়ঙ্কার ][আরও পড়ুন:নেহরু-গান্ধী পরিবারের নাম না করে চরম তোপ মোদীর! পাল্টা হুঙ্কার প্রিয়ঙ্কার ]

তালি পেলে গালিও খাবেন মোদী

শত্রুঘ্ন বলেছেন, আপনি দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী। দেশের ভালোর জন্য আপনাকে যদি লোকে হাততালি দেয়, তাহলে খারাপের জন্য গালিও দেবে। অর্থাৎ আক্রমণের নিশানায় যে মোদী তা ফের বুঝিয়ে দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: বাম-কংগ্রেসের জোট ব্যর্থ! বিজেপির অবস্থান কোথায় জানালেন সুদীপ][আরও পড়ুন: বাম-কংগ্রেসের জোট ব্যর্থ! বিজেপির অবস্থান কোথায় জানালেন সুদীপ]

English summary
BJP leader Shatrughan Sinha may contest from Patna Sahib, attacks PM Modi on twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X