For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হনুমানজি মুসলিম ছিলেন' , বিজেপি নেতার ভিডিও ঘিরে চাঞ্চল্য

'হনুমানজি' ইস্যুতে ভারতীয় রাজনীতিতে ইতিমধ্যেই একাধিক বক্তব্য উঠে আসতে শুরু করেছে। 'হনুমানজি' জাতিতে দলিত না জৈন ছিলেন তা নিয়ে কিছুদিন আগেই বিতর্ক ওঠে।

  • |
Google Oneindia Bengali News

'হনুমানজি' ইস্যুতে ভারতীয় রাজনীতিতে ইতিমধ্যেই একাধিক বক্তব্য উঠে আসতে শুরু করেছে। 'হনুমানজি' জাতিতে দলিত না জৈন ছিলেন তা নিয়ে কিছুদিন আগেই বিতর্ক ওঠে। এই ইস্যুতে গেরুয়া রাজনীতি বেশ সরগরম ছিল। এবার , হনুমানজির সম্প্রদায় নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা বুক্কল নওয়াব।

হনুমানজি মুসলিম ছিলেন , বিজেপি নেতার ভিডিও ঘিরে চাঞ্চল্য

বিজেপি নেতা বুক্কল নওয়াবের দাবি 'হনুমানজি মুসলিম ছিলেন।'তাঁর আরও দাবি, হনুমানজি-র নাম থেকে অনুপ্রাণিত হয়েই ইসলাম ধর্মাবলম্বীদের নাম রেহমান, রমজান, ফরমান, জিশান, কুরবান রাখা হয়ে থাকে। বুক্কল নওয়াবের বক্তব্য উঠে আসে এক ভিডিও-তে। সেই ভিডিও ঘিরেই শুরু হয় নয়া বিতর্ক।

উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক সভায় দাবি করেন 'হনুমানজি' দলিত সম্প্রদায়ভুক্ত। বিষয়টি নিয়ে রাজস্থান সর্ভব্রাহ্মণ মহাসভার পক্ষ থেকে যোগী আদিত্যনাথকে নোটিস পাঠানো হয়। দাবি করা হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হনুমানজির জাতি নিয়ে বক্তব্য় রাখছেন।

English summary
BJP leader says Lord Hanuman was a Muslim, Not Dalit or Jain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X