For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষের পথে ভোট, ক্ষমতায় কে! বিজেপির জন্য খারাপ খবর দিলেন বিজেপি নেতাই

২৩ মে-র আর বেশি দেরি নেই। আর মাত্র দু-দফার ভোট শেষেই ফলাফলের জন্য প্রহর গোনা শুরু হবে। তবে পঞ্চম দফা ভোটের শেষে একপ্রকার ভবিষ্যদ্বাণী করে দিলেন বিজেপি নেতা রাম মাধব।

Google Oneindia Bengali News

২৩ মে-র আর বেশি দেরি নেই। আর মাত্র দু-দফার ভোট শেষেই ফলাফলের জন্য প্রহর গোনা শুরু হবে। তবে পঞ্চম দফা ভোটের শেষে একপ্রকার ভবিষ্যদ্বাণী করে দিলেন বিজেপি নেতা রাম মাধব। এবার কে কেন্দ্রের সরকারে আসবে, তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা। তাঁর সাফ জবাব, এবার এককভাবে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না।

বিজেপি নয়, এনডিএ

বিজেপি নয়, এনডিএ

রাম মাধবের কথায়, আপাতত স্পষ্ট এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এককভাবে। তবে তিনি মনে করেন এবার এনডিএ-ই ক্ষমতায় আসছে। যখন মোদী-শাহরা মনে করছেন ২০১৪-র থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছেন মোদী, তখন রাম মাধবের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

মোদী-শাহদের উল্টো পথে

মোদী-শাহদের উল্টো পথে

কেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক মোদী-শাহদের উল্টো পথে হাঁটলেন? কেনই বা তিনি বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। তিনি বলেন, বিজেপি যদি এককভাবে ২৭২ আসন পায়, তবে আমি ভীষণ খুশি হব। কিন্তু তা এবার হবে না বলেই ধারণা রাম মাধবের।

বিজেপির আসন সংখ্যা কমবে

বিজেপির আসন সংখ্যা কমবে

রাম মাধব বলেন, একক সংখ্যাগরিষ্ঠতা না মিললেও শরিকদলগুলির সহযোগিতায় ক্ষমতায় আসবে। কিছু কিছু রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমবে। তবে ওড়িশা-পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে উত্থানে বিজেপি অনেকটাই শূন্যস্থান পূরণ করতে সক্ষম হবে।

দক্ষিণে লক্ষ্য নেই

দক্ষিণে লক্ষ্য নেই

একইসঙ্গে তিনি মনে করেন শীর্ষ নেতারা দক্ষিণকেও বিশেষ গুরুত্ব দিলে বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারত। কেন্দ্রীয় শীর্ষ নেতারা দক্ষিণকে সেভাবে গুরুত্ব দেননি। তাঁরা এবার পাখির চোখ করেছে বাংলা-ওড়িশাসহ উত্তর-পূর্ব ভারতকে।

English summary
BJP leader Ram Madhav predicts How BJP will come in power 2019. He says BJP could not get mandate but NDA will build government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X