দিল্লি বিধানসভা নির্বাচন : হিংসার বিনিময়ে জিতলে তা গ্রহণযোগ্য হবে না, সমর্থকদের বার্তা রাজনাথের
দিল্লি নির্বাচনের প্রচার করতে গিয়ে এক জনসভায় কর্মী সমর্থকদের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং বলেন, 'বিজেপি হিংসার ইুপ ভর করে ক্ষমতায় আসতে চায় না। এরকম জয় আমাদের জন্যে গ্রহণযোগ্য হবে না।' আদর্শনগরের সভা থেকে এই বিজেপি নেতা আরও বলেন, 'সিএএ-তে দেশের মুসলিম সম্প্রদায়ের কোনও ক্ষতি হবে না। অযথা ভয় পাওয়া ভয়ের সঞ্চার করা বন্ধ হোক।'

বিরোধীদের তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী
এদিন শাহীনবাগ প্রসঙ্গে টেনে এনে বিরোধীদেরও তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজনাথ বলেন, 'বিরোধীদের অনেকেই শাহীনবাগের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয় ঢোকাচ্ছে। বিরোধীরা মুসলিমদের বলছে যে তাদের নাগরিকতেব কেড়ে নেওয়া হবে। আদতে এরকম কোনও বিষয়ই হবে না।'

মুসলিমদের উদ্দেশ্যে রাজনাথের বক্তব্য
এরপর মুসলিমদের উদ্দেশ্যে রাজনাথ বলেন, 'আপনারা আমাদের পক্ষে ভোট দেবেন কি না তা আমি জানি না, তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সততা সম্পর্কে সন্দেহ করবেন না দয়া করে। এই দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসাবে, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে প্রতিটি মুসলমানই এই দেশের নাগরিক। দেশের মুসলিমদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা বন্ধ হোক। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে কেউ এদেশের একজন মুসলিম নাগরিককেও স্পর্শ করতে পারবে না।'

দিল্লি নির্বাচনের প্রচারে একের পর এক বিতর্কিত মন্তব্য
প্রসঙ্গ বিগত বেশ কয়েকদিন ধরেই দিল্লি নির্বাচনের পারদ চড়েছে সপ্তমে। এর জেরে বিজেপি নেতাদের অনেকের মুখ থেকেই বেরিয়েছে একের পর এক বিতর্কিত ও বিদ্বেষমূলক মন্তব্য করে যাচ্ছেন। এর জেরে দিল্লি নির্বাচনের জন্যে প্রচার করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপর। ৭২ ঘণ্টার জন্যে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে জানানে হয়েছে যে বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করার জেরে ৯৬ ঘণ্টার জন্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরবেশ ভর্মার উপরও।

বিতর্কিত মন্তব্য করেন অনুরাগ ঠাকুর
দিল্লির রায়থালা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সিএএ বিরোধীদের কট্টর সমালোচনা করে দেশদ্রোহী আখ্যা দিয়েছিলেন। বিক্ষোভকারীদের গুলি করে মারা উচিত বলেও মন্তব্য করেছিলেন অনুরাগ।

শাহীনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য পরবেশ ভর্মার
এদিকে শাহীনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছিলেন পরবেশ ভর্মা। তিনি বলেছিলেন, 'শাহীনবাগের প্রতিবাদীরাই একদিন ঘরে ঢুকে মা-বোনেদের ধর্ষণ-খুন করবে।' তিনি আরও বলেছিলেন, 'লক্ষাধিক লোক শাহীনবাগে জড়ো হয়েছে প্রতিবাদ করতে। দিল্লির মানুষদের পুরো ব্যাপারটা বুঝতে হবে এবং ভাবতে হবে। এই লোকগুলোই সকলের বাড়িতে ঢুকবে, মা-বোনেদের ধর্ষণ করে খুন করবে আর কারও কিছু করার থাকবে না। আজ সময় রয়েছে সকলের কাছে, বেশি দেরি করলে মোদী-শাহ বাঁচানোর জন্যও কিন্তু থাকবে না।'