For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরবর্তী গন্তব্য পদ্ম স্মরণে! 'সংখ্যাহীন' সচিন পাইলটকে দলে নেওয়া নিয়ে কী মত বিজেপির?

Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরে চলা রাজস্থানের রাজনৈতিক নাটকের উপসংহার মধ্যপ্রদেশের মতোই হবে, এরকমটাই ভেবেছিলেন অনেকে। কংগ্রেসের এককালীন তরুণ তুর্কিদের মধ্যে অন্যতম, সচিন পাইলটও সিন্ধিয়া পথে হেঁটে বিজেপিতে যোগ দেবেন, এই সম্ভাবনা প্রবল হয়েছিল। এই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও এখন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞেরই মত, সংখ্যা না থাকায় বিজেপি সচিনকে দলে নাও নিতে পারে।

উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয় সচিন পাইলটকে

উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয় সচিন পাইলটকে

কিছুক্ষণ আগেই রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয় সচিন পাইলটকে৷ পাশাপাশি তাঁকে রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে৷ একথা জানালেন কংগ্রেসের অন্যতম মুখপাত্র রণদীপ সিং সূরয়েওয়াল৷ গতকাল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতে বিধায়কদের নিয়ে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল৷ আজ ফের দাবি উঠলে তাতে সিলমোহর পড়ে৷ এই বিষয়ে বিদ্রোহীদের নোটিস পাঠাবে দল৷ কে সি বেণুগোপাল তাঁদের নোটিস পাঠাবেন৷

 বিজেপি সচিনকে দলে নেবে?

বিজেপি সচিনকে দলে নেবে?

এতে একটি জিনিস পরিষ্কার যে সচিনের কাছে সরকার ফেলে দেওয়ার মতো সরকার নেই। সেই ক্ষেত্রে বিজেপি সচিনকে দলে নেবে? এই বিষয়েই মুখ খোলেন রাজস্থানের বিজেপি নেতা ওম মাথুর। তিনি সচিনকে বিজেপিতে নেওয়ার বিষয়ে বলেন, বিজেপি এক বড় হৃদয়ের দল। তাই সচিন যদি বিজেপিতে আসতে চান তবে আমরা আমন্ত্রণ জানাবে। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্রসিং সেখাওয়াতও এরকমই ইঙ্গিত দিয়ে রেখেছেন।

রাজস্থানে রাজনৈতিক সংকটে পড়ে কংগ্রেস

রাজস্থানে রাজনৈতিক সংকটে পড়ে কংগ্রেস

রাজস্থানে কংগ্রেসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা৷ তার উপর তিনি উপমুখ্যমন্ত্রী৷ সেই সচিন পাইলট প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করায় রাজস্থানে রাজনৈতিক সংকটে পড়ে কংগ্রেস৷ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বারবার কথা বলছেন সচিনের সঙ্গে৷ রাগ ভাঙিয়ে তাঁকে দলীয় কার্যকলাপে নিযুক্ত করতে চেষ্টার ত্রুটি রাখছেন না হাইকম্যান্ড থেকে বর্ষীয়ান নেতারা৷ কিন্তু গোঁ ধরেছেন সচিন৷ তাই তো আজ জয়পুরের ফেয়ারমন্ট হোটেলে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে তিনি যোগ দেননি৷ গতকাল মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়িতে বিধায়কদের নিয়ে বৈঠকেও যোগ দেননি ‘অভিমানী' সচিন ও তাঁর সমর্থক বিধায়করা৷

রাজস্থানের রিসর্ট রাজনীতি

রাজস্থানের রিসর্ট রাজনীতি

আজ সকালে জয়পুরের ফেয়ারমন্ট হোটেলে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক হয়৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও তাঁর অনুগামী বিধায়করা বৈঠকে উপস্থিত হন৷ সচিনকে মন্ত্রী ও প্রদেশ কংগ্রেসের অধ্যক্ষের পদ থেকে সরানোর প্রস্তাবে হাত তুলে সমর্থন জানান ১০২ জন বিধায়ক৷ আগের বৈঠকগুলির মতো আজও কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে যোগ দেননি সচিন৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও আহমেদ প্যাটেল, পি চিদাম্বরম এবং কে সি বেণুগোপাল সচিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন৷ কিন্তু তাঁরা তাঁকে রাজি করাতে পারেননি৷ আজ সোশ্যাল মিডিয়ায় সচিনের অনুগামী বিধায়কদের কয়েকজন কংগ্রেসের সঙ্গে থাকার কথা জানান৷

রণদীপ সিংয়ের বক্তব্য

রণদীপ সিংয়ের বক্তব্য

এদিকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 'মানুষের নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছেন সচিন পাইলট ও বিদ্রোহী বিধায়করা৷ তাঁদের সেই চেষ্টা সফল হতে দেওয়া যায় না৷' সচিনের পাশাপাশি বিশ্বেন্দ্র সিং ও রমেশ মিনাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়৷ বিশ্বেন্দ্র ছিলেন পর্যটনমন্ত্রী এবং রমেশ ছিলেন খাদ্যমন্ত্রী৷ সচিনের জায়গায় গোবিন্দ সিং দোতাসরাকে প্রদেশ কংগ্রেস সভাপতি ঘোষণা করা হয়৷

English summary
BJP leader Om Mathur has said Sachin Pilot is welcome to join BJP amid turmoil in Rajasthan Congress gov
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X