For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে বাংলার ভোটে হিংসা নিয়ে সরব মুকুল! দিলেন অন্য রাজ্যের সঙ্গে তুলনা

দিল্লিতে বাংলার ভোটে হিংসা নিয়ে সরব মুকুল! দিলেন অন্য রাজ্যের সঙ্গে তুলনা

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে ভোট দিতে গিয়ে বাংলায় ভোটে হিংসা নিয়ে সরব হলেন মুকুল রায়। এদিন দিল্লিতে ভোট দিলে বিজেপি নেতা মুকুল রায়। ভোট দেওয়ার পরেই তাঁর মুখে উঠে এল জাতীয় রাজনীতির কথা। পাশাপাশি তাঁর অভিযোগ বাংলার ভোট মানেই হিংসা। বামেরা শুরু করার পর থেকে তা এখনও চলছে বলে অভিযোগ এই বিজেপি নেতার।

 বাংলার ভোটে হিংসা চলছেই

বাংলার ভোটে হিংসা চলছেই

মুকুল রায় এদিন অভিযোগ করেন বলেন, বাংলার ভোট মানেই হিংসা। শুরু করেছিল বামেরা। যা এখনও চলছে। একথা উঠে আসে। দিল্লির ভোটে কোনও উত্তাপ না থাকা প্রসঙ্গে। তিনি বলেন, শুধু দিল্লি নয়, উত্তরপ্রদেশ, বিহার থেকে বাংলার শিক্ষা নেওয়া উচিত। বাংলার মতো সন্ত্রাস কোথাও হয় না, মন্তব্য করেছেন তিনি।

এদিন দিল্লিতে ভোট মুকুল রায়ের

এদিন সকালে দিল্লিতে ভোট দেন মুকুল রায়। তারপর বলেন, দল তাঁকে যখন যেখানে দায়িত্ব দেয় সেখানেই কাজ করেন। দিল্লিতে ভোট দিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, লোকসভা নির্বাচনেই তিনি দিল্লিতে ভোট দিয়েছিলেন। সঙ্গে তিনি বলেন, জাতীয় রাজনীতি সামলাতে হয়। তিনি যে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য, তা মনে করিয়ে দেন মুকুল রায়।

 মমতার রাজনীতি নিয়ে প্রশ্ন

মমতার রাজনীতি নিয়ে প্রশ্ন

মুকুল রায় ছত্রধরের জামিন প্রসঙ্গে বলেছিলেন, ২০১১-তে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে সময়ে ছত্রধর মুক্তি পেলেন, তা একেবারে ২০২১-এর কাছেই। ছত্রধরকে এতদিন কেন জেলে থাকতে হল, তা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের কাছে দিতে হবে, মন্তব্য করেছিলেন মুকুল রায়। মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সঠিক কিংবা বেঠিক তিনি বলছেন না, কিন্তু ছত্রধর মাহাতর কাধে পা রেখেই তিনি জঙ্গলমহলে প্রবেশ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি নিয়েই প্রশ্ন তোলেন মুকুল রায়।

 মমতাকে কটাক্ষ

মমতাকে কটাক্ষ

এর আগে আইপিএসদের বদলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন মুকুল রায়। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজের ছায়াকেই ভয় পাচ্ছেন। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও পুরসভাগুলির ভোট না হওয়ায় রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন মুকুল রায়। তিনি বলেছিলেন, যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তাহলে পুরসভাগুলিতে বিপুল জয় পাবে বিজেপি। কটাক্ষ করে তিনি বলেছিলেন, রাজ্য সরকারের হাতে থাকা পুরসভাগুলি সুরক্ষিত নয়।

English summary
BJP leader Mukul Roy vote process of Bengal for its violence. He also compares bengal vote with UP and Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X