দিল্লির ঘটনার পরে প্রাণনাশের হুমকি, কপিল মিশ্রকে 'ওয়াই' ক্যাটেগরির নিরাপত্তা
দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্রকে ২৪ ঘন্টার নিরাপত্তা দেওয়া হল। শুধু নিরাপত্তা দেওয়ার নয়, তাকেই ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লির হিংসা তাঁর উস্কানিমূলক মম্তব্যের জেরেই হয়েছিল বলে অভিযোগ বিরোধীদের। এরপর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

দিল্লির হিংসায় কপিল মিশ্রা
দিল্লির সাম্প্রতিক হিংসায় কপিল মিশ্রার হাত রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। ২৩ ফেব্রুয়ারি, রবিবার তিনি এই উস্কানি দেন বলে অভিযোগ। উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদে সিএএ বিরোধী ধরনা প্রত্যাহার করাতে তিনি হুমকি দেন বলে অভিযোগ। সঙ্গে বলেছিলেন ধরনা না তুললে ফল ভুগতে হবে।
যদিও কপিল মিশ্রা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। তাঁর দাবি নাগরিকত্ব আইনকে সমর্থন করে তিনি কোনও ভুল করেননি।

প্রাণনাশের হুমকির অভিযোগ করেছিলেন কপিল
পাশাপাশি কপিল মিশ্র টুইটার পোস্টে জানিয়েছিলেন তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাঁকে। তাঁর অভিযোগ, অনেকেই ফোন করে বলছেন, তাঁকে খুন করা হবে। তবে এতে তিনি ভীত নন। তাঁর দাবি তিনি কোনও ভুল করেননি।

কেজরিওালের বাড়ির সামনে ধরনার পরে দেওয়া হয়েছিল নিরাপত্তা
২০১৭ সালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে ধরনা দিয়েছিলেন কপিল মিশ্রা। তারপর থেকেই তাকে নিরাপত্তা রক্ষী নিয়ে বেরনোর পরামর্শ দেওয়া হয়েছিল। কেননা সেইসময় তিনি ছিলেন আপ বিধায়ক। যদিও সেই সময় তিনি নিরাপত্তা নিতে অস্বীকার করেছিলেন।

কপিল মিশ্রকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা
এই মুহুর্তে কপিল মিশ্রাকে দুজন পার্সোনাল সিকিউরিটি অফিসার দেওয়া হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে আরও চার নিরাপত্তারক্ষীকে। তাঁরা ২৪ ঘন্টাই কপিল মিশ্রারহ নিরাপত্তায় থাকবেন বলে জানা গিয়েছে।