For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবা ছিলেন বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য, ছেলে বিজেপি ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

রাজস্থান বিধানসভা ভোটের প্রাক্কালে আরও কিছুটা চাপে পড়ল বিজেপি। দলের বিধায়ক মানবেন্দ্র সিং যোগ দিলেন কংগ্রেসে। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য যশবন্ত সিংয়ের পুত্র।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থান বিধানসভা ভোটের প্রাক্কালে আরও কিছুটা চাপে পড়ল বিজেপি। দলের বিধায়ক মানবেন্দ্র সিং যোগ দিলেন কংগ্রেসে। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি বিজেপির প্রাক্তন মন্ত্রী-সাংসদ তথা দলের প্রতিষ্ঠাতা সদস্য যশবন্ত সিংয়ের পুত্র। বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন।

মানবেন্দ্র বিজেপি ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মানবেন্দ্রকে কংগ্রেসে স্বাগত জানিয়েছেন। দলে যোগ দিয়েই মানবেন্দ্র জানিয়েছেন, সম্মানরক্ষার লড়াইয়ে নেমেছেন তিনি। তাঁর দলে যোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অশোক গেহলট, সচিন পাইলট, অবিনাশ পাণ্ডে, জীতেন্দ্র সিং, রণদীপ সিং সূরযেওয়ালারা।

কংগ্রেস মনে করছে, মানবেন্দ্র সিংয়ের হাত ধরে রাজপুতদের ভোট তাদের ঘরে আসবে। একসময়ে বিজেপির হয়ে চুটিয়ে প্রচার করেছেন। কাজ করেছেন। পরে বিজেপি তাঁকে বহিষ্কার করে। কংগ্রেসে যোগ দিলেই মানবেন্দ্র নিশানা করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

যশবন্ত সিং বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছেন। ২০১৪ সালে তাঁকে টিকিট না দেওয়ায় তিনি নির্দল হিসাবে লড়ার সিদ্ধান্ত নেন। ফলে দল থেকে বহিষ্কার করা হয়।

English summary
BJP leader Jaswant Singh's son Manvendra joins Congress before Rajasthan polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X