'স্বামী বিবেকানন্দ সিএএ, এনআরসি বিরোধী'! চূড়ান্ত বিতর্ক-আলোচনায় বিজেপি নেতার টুইট
১২ জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সেই উপলক্ষ্যে গোটা দেশে সাড়ম্বরে পালিত হয় জাতীয় 'যুব দিবস' এর অনুষ্ঠান। আর সেই দিনই গোয়ার এক বিজেপি নেতার টুইট ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। কারণ একই টুইটে তিনি হ্যাশট্যাগ হিসাবে তিনি ব্যবহার করেন,' স্বামী বিবেকানন্দ এগেইনস্ট সিএএ, এনআরসি অ্যান্ড হিন্দুত্ব'। এরপরই গোটা টুইটার জুড়ে শুরু হয় বিতর্ক।

বিজেপি নেতার এমন টুইটের পর থেকেই বিতর্কের ঝড়ে তোলপাড় শুরু হয়েছে। গোয়ার বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ নরেন্দ্র সাওয়াইকর বিতর্কে জেরে টুইটটি ডিলিট করে দেন মুহূর্তে। এমন টুইট পোস্টের পর থেকে বিতর্ক চূড়ান্ত পর্যায়ে চলে যায়। শুরু হয় টুইটারে ব্যাপক ট্রোল। এরপরই সোয়াইকর জানান যে তিনি প্রথমে হ্যাশট্যাগ টি লক্ষ্য করেননি। আর তা নাকরেই এমন কাণ্ড ঘটে গিয়েছে।
এদিকে, নাগরিকত্ব ইস্যু নিয়ে মুখ খুলে সোয়াইকর জানিয়েছেন 'আমি খুব গর্বিত যে আমি এমন এক দেশে থাকি যেখানে অত্যাচারিত শরণার্থিদের আশ্রয় দেওয়া হয়।' তিনি জানান, বিবেকানন্দের আদর্শে তিনি সর্বদাই পারিচালিত হন।