For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুতে এডিএমকে সরকার ফেলে দেওয়ার হুমকি বিজেপির! জোটের আকাশে কালো মেঘ

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন দেশজুড়ে উত্তেজনা ও বিক্ষোভ চলছে, তখন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক এবং তামিলনাড়ুর প্রবীণ নেতা এইচ রাজা তামিলনাড়ুর এডিএম সরকার ফেলে দেওয়ার হুমকি দিলেন।

  • |
Google Oneindia Bengali News

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন দেশজুড়ে উত্তেজনা ও বিক্ষোভ চলছে, তখন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক এবং তামিলনাড়ুর প্রবীণ নেতা এইচ রাজা তামিলনাড়ুর এডিএম সরকার ফেলে দেওয়ার হুমকি দিলেন। তাঁর হুঙ্কার, যদি তামিলনাড়ু সরকার সিএএ, এনআরসি এবং এনপিআরের বিপক্ষে রেজোলিউশন পাস করে তবে পতন অনিবার্য।

তামিলনাড়ুতে এডিএমকে সরকার ফেলে দেওয়ার হুমকি বিজেপির

সিএএ বিরোধী বিক্ষোভকারী এবং দলগুলির এইচ রাজা সরব হয়েছেন বারবার। নিজেকে সিএএ বিরোধিতার তীব্র সমালোচক হিসাবে তুলে ধরে তিনি জানান, এখন তামিলনাড়ুতে সিএএ-র ধারাবাহিক বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ দশ দিনেরও বেশি সময় ধরে চলছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি সরকারকে সিএএ, এনআরসি এবং এনপিআর প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এদিকে সিএএ-বিরোধীরা বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট আইন বলে সমালোচিত করে তার বিরুদ্ধে প্রস্তাবটি পাস এবং গৃহীত করার জন্য রাজ্যের শাসকদল এডিএমকে অনুরোধ করেছে। তিরুভান্নমালাই জেলার পোলুরে সিএএ-র সমর্থনে আয়োজিত সভায় এইচ রাজা সরব হন এই বিক্ষোভের বিরুদ্ধে।

ডিএমকে সভাপতি এম কে স্টালিনের দলকে একহাত নিয়ে রাজা বলেন, ডিএমকে পার্টি বিধানসভায় সিএএ বিরোধী রেজোলিউশন গ্রহণ করার জন্য চাপ দিচ্ছে। যদি ক্ষমতাসীন এডিএমকে এই ধরনের প্রস্তাব গ্রহণ করে তবে ক্ষমতা থেকে বরখাস্ত হবে এডিএম। স্ট্যালিন এটাই চান।

English summary
BJP leader H Raja has threatened the ruling ADMK party to dismiss from the power. ADMK would be dismissed if it passes resolution against CAA, NRC and NPR.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X