For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মমতা আর কিম জং উনের কোনও ফারাক নেই', নয়া তুলনায় উত্তাপ ছড়ালেন বিজেপি নেতা

কিম জং উনের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

  • |
Google Oneindia Bengali News

উত্তর কোরিয়ার দোর্দণ্ডপ্রতাপ শাসক কিম জং উনের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। রথযাত্রা নিয়ে তৃণমূল সরকার যেভাবে পথ আটকে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কিম জং উনের সঙ্গে তুলনা বিজেপি নেতার

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে গিরিরাজ বলেছেন, সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কোনও গণতন্ত্র নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিম জং উনের ভূমিকা পালন করছেন। কিমের মতোই প্রতিবাদীর কণ্ঠরোধ করছেন তিনি। এই বলে তোপ দেগেছেন গিরিরাজ।

[আরও পড়ুন: এবার আন্দামানে তিনটি দ্বীপের নাম বদল করছেন নরেন্দ্র মোদী নিজেই][আরও পড়ুন: এবার আন্দামানে তিনটি দ্বীপের নাম বদল করছেন নরেন্দ্র মোদী নিজেই]

প্রসঙ্গত, রাজ্যে তিনটি আলাদা জায়গা থেকে রথযাত্রা বের করার পরিকল্পনা করেছে বিজেপি। বেশ কয়েদিনের এই রথযাত্রাকে বাংলায় গণতন্ত্র বাঁচাও যাত্রা বলে আখ্যা দিয়েছে গেরুয়া শিবির। বাংলায় তৃণমূল সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন।

[আরও পড়ুন:চৌকিদার চোর হ্যায়', এবার বিজেপি সঙ্গীর মুখে মোদী বিদ্রুপ][আরও পড়ুন:চৌকিদার চোর হ্যায়', এবার বিজেপি সঙ্গীর মুখে মোদী বিদ্রুপ]

ফলে লোকসভা ভোটের আগে গণতন্ত্র ফেরাতে বিজেপি রাজ্য জুড়ে রথযাত্রা করতে চেয়ে আবেদন করে। যা রাজ্য সরকার বাতিল করে দিলে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এবার সেখানে ধাক্কা খেয়ে দিলীপ ঘোষরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেখানেও জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

English summary
BJP leader Giriraj Singh compares Mamata Banerjee with Kim Jong-un
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X