যোগী-রাজ্যে খুন হলেন খোদ বিজেপি নেতা! গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্য
যোগী রাজ্য ফের শিরোনামে। এবার শাসক দলের নেতাকে নির্মমভাবে খুন হতে হল। উত্তর প্রদেশের ফিরোজাবাদে বিজেপি নেতা ডিকে গুপ্তাকে হত্যা করা হয়েছে গুলি করে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ফিরোজাবাদে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করে। ডিকে গুপ্তা বিজেপির মণ্ডল সহ-সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত৮ টা নাগাদ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে হামলাকারীরা গুলি চালানোর পরে মাটিতে লুটিয়ে পড়েন বিজেপি নেতা। এরপর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডিকে গুপ্তা আসন্ন উপনির্বাচনে বিজেপির টুন্ডলা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়েছিলেন।
বাইকে করে আসা তিনজন হামলাকারী মুদি দোকানের সামনে তাঁকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় গুপ্তাকে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।