For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দায়সারা ভাব সরকারের , কেকে'র মৃত্যু নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন দিলীপ

Google Oneindia Bengali News

আচমকা মৃত্যু হয়েছে বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে'র। এ নিয়ে ইতিমধ্যেই ছোটখাটো রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। কেন সরকার ব্যবস্থা নিতে পারল না? লোকের ভিড় নিয়ন্ত্রণ কেন করা গেল না? কেনই বা উদ্যোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না নিয়ে উঠছে হাজারো প্রশ্ন । এসবের মাঝেই যাকে দল মিডিয়ার সামনে মুখ খুলতে বারণ করেছে সেই দিলীপ ঘোষ আবার প্রাতভ্রমনে গিয়ে মুখ খুললেন কেকে'র আমস্মিক মৃত্যু নিয়ে। তিনি সরকারের উপরেই দায় ঠেলেছেন।

দায়সারা ভাব সরকারের , কেকের মৃত্যু নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন দিলীপ

দিলীপ ঘোষ বলেছেন, "আমি তো খুব বেশী গান শুনি না অত শিল্পীদের চিনি না। খুব পপুলার তার নাম আমি শুনেছি। তার গান শুনেছি। তিন বছর আগে আরও একজন বিখ্যাত গায়ক ব্যান্ডের তাকে আমরা হারিয়েছিলাম"

এরপর তিনি বলেন , "গত কিছুদিন ধরে শিল্পী কলাকুশলীদের মধ্যে এই ধরনের দুর্ঘটনার প্রবণতা দেখা যাচ্ছে অভিনেতা ,অভিনেত্রী ,মডেলদের মধ্যে এই ঘটনা দেখা যাচ্ছে। এটা আমি জানি না কেন এরকম হচ্ছে। করোনার প্রকোপ কিনা তার পরবর্তী কালের স্টেপ সেটা বোঝা যাচ্ছে না। সামগ্রিকভাবে করোনার পরে স্বাস্থ্য সচেতন হচ্ছে বলে মৃত্যু কম হচ্ছে। এই ধরনের যারা সেলিব্রেটি মনোরঞ্জন করেছেন দু'বছর ধরে ওদের গান শুনতে পাইনি কিন্তু এ ধরনের অসময়ে চলে যাওয়া নিঃসন্দেহে বাংলার সংস্কৃতি বাংলা সঙ্গীত জগতকে খালি করে দিয়ে যাচ্ছেন ওনারা। এটা দুর্ভাগ্যজনক এবং দুঃখের। আমি তার পরিবারকে সমবেদনা জানাই।"

এরপরেই রাজ্যের দিকে আঙুল তুলে দিলীপ ঘোষ বলেন , "চূড়ান্ত অব্যবস্থা নজরুল মঞ্চে ফুটে উঠেছে। এসি বন্ধ করে দেওয়া হয়েছিল , বাইরে ঝামেলা হয়েছে সব মিলিয়ে শিল্পী ঘামছিলেন। তিনি বারবার বলছিলেন এত গরম সহ্য করতে পারছিলেন না। আমি জানিনা কেন বারবার এই ধরনের ঘটনা ঘটে। কোনও বিখ্যাত ব্যক্তি সেলিব্রেটি এলে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনার থাকে। সেটা দেখার জন্য প্রশাসনের দৃষ্টি থাকা উচিত। এই ধরনের শিল্পীকে প্রটেকশন দেওয়া উচিৎ। আপনি ভাবুন হাজার হাজার লোকের মধ্যে হলে এসি বন্ধ করে দিলে কী অবস্থা হবে। বাইরে যা গরম জানি না সেই কারণে আমাদের এমনই হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে এবার এমন জায়গায় এসি বন্ধ হলে মানুষের শরীর খারাপ করতেই পারে। এই ধরনের অবস্থা অস্বাস্থ্যকর পরিবেশ যেন তৈরি না হয় সরকারের দেখা উচিত। কেন জানি না মনে হচ্ছে সরকারের কোনও হাত নেই,সব ভগবানের ইচ্ছায় চলছে যা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। দায়সারা ভাব। এ ব্যাপারে খুব সাবধান হওয়া উচিত।"

English summary
dilip ghosh open his mouth on singer kk's sudden demise case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X