For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএম কেয়ার্সের নষ্ট ভেন্টিলেটর 'চটজলদি বদলানো হোক', এবার বার্তা বিজেপির হেভিওয়েটের

Google Oneindia Bengali News

পিএম কেয়ার্সের ফান্ড থেকে একাধিক রাজ্যে যে ভেন্টিলেটর গিয়েছে , তা বিকল। এমন দাবি দেশের একাধিক জায়গা থেকে উঠছে। এই ইস্যুতে সরব হয়েছে মহারাষ্ট্র শিবসেনা। এদিকে, পরিস্থিতি নিয়ে একচুল জমি ছাড়তে রাজি নয় গেরুয়া শিবিরও। এরই মাঝে বিতর্কের পারদ তুঙ্গে উঠতেই এবার সরব হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।

 মুখ খুলেই কোন বক্তব্য বিজেপি নেতার কণ্ঠে?

মুখ খুলেই কোন বক্তব্য বিজেপি নেতার কণ্ঠে?

' মহারাষ্ট্র ৫০০০ টি ভেন্টিলেটর পেয়েছে পিএম কেয়ার্স ফান্ড থেকে। এর মধ্যে বহু ভেন্টিলেটর চর মাস ধরে প্যাক্ড অবস্থাতেই ছিল। ফলে বিকল যন্ত্রগুলি এক্ষুণি বদলানো হোক। এটা কোনও রাজনীতি করার বিষয় নয়।' ঠিক এই বক্তব্যই ছিল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট দেবেন্দ্র ফড়নবীশের কণ্ঠে।

 মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ও ফড়নবীশ

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ও ফড়নবীশ

এর আগে পিআইবির তরফে একটি রিপোর্টে বলা হয় যে , বেশ কয়েকটি ভেন্টিলেটর মহারাষ্ট্রের অউরাঙ্গাবাদে বিকল বলে যে মিডিয়া রিপোর্ট আসে, তা সঠিক নয়। এদিকে, অউরাঙ্গাবাদের পরিস্থিতি নিয়ে বিজেপি মেতা ফড়নবীশ জানান, অউরাঙ্গাবাদে ও লাতুরে কমছে কোভিডের সংখ্যা । নামছে পিজিটিভি রেট। তবে বীড়ের দিকে নজর দেওয়া দরকার। শিবসেনার উদ্ধব শাসিত রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বিজেপি নেতার এই বক্তব্য মারাঠা রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক। যেখানে বিরোধী শিবির বারবার সরকার পক্ষের দুর্বলতাকে তুলে ধরে, সেখানে ফড়নবীশের কণ্ঠে অউরাঙ্গাবাদের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাজনৈতিক তাৎপর্য রাখছে বলে মনে করা হচ্ছে।

মুম্বইয়ের পরিস্থিতি

মুম্বইয়ের পরিস্থিতি

এদিন, শেষ ২৪ ঘণ্টায় মুম্বইতে করোনার জেরে ১২৪০ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২৫৮৭ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের। অ্যাক্টিভ কেস ৩৪,২৮৮ জন। প্রসঙ্গত, কয়েকদিন আগে পর্যন্ত মুম্বইতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের উপর ছিল। তা বর্তমানে বেশ কমতির দিকে যাচ্ছে।

নষ্ট ভেন্টিলেটর নিয়ে বহু রাজ্য সরব

নষ্ট ভেন্টিলেটর নিয়ে বহু রাজ্য সরব

প্রসঙ্গত, মহারাষ্ট্রের মতোই পাঞ্জাবের একাধিক জায়গায় পিএম কেয়ার্সের ভেন্টিলেটর নিয়ে সরব হয়েছেন মানুষ। এদিকে, পরিস্থিতি নিয়ে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

English summary
BJP Leader Devendra Fadnavis says Faulty Ventilators must be replaced immediately
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X