For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবসেনাকে মুখ্যমন্ত্রী পদের স্বপ্ন দেখিয়েছেন কে, টুইটারে রীতিমতো চমক দিলেন বিজেপি নেত্রী

বিজেপি-শিবসেনা জোট করে লড়েও শেষ রক্ষা করতে পারেনি। মুখ্যমন্ত্রী নিয়ে ঝামেলার জেরে সেই জোটই ভেঙে খান খান হয়ে গিয়েছে। এমনকী শিবসেনা এনডিএ পর্যন্ত ছেড়ে দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি-শিবসেনা জোট করে লড়েও শেষ রক্ষা করতে পারেনি। মুখ্যমন্ত্রী নিয়ে ঝামেলার জেরে সেই জোটই ভেঙে খান খান হয়ে গিয়েছে। এমনকী শিবসেনা এনডিএ জোট পর্যন্ত ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি নেত্রী প্রশ্ন তুললেন শিবসেনাকে মুখ্যমন্ত্রিত্বের স্বপ্ন দেখিয়েছেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। তার জেরেই অশান্তি চরমে উঠেছে।

শিবসেনাকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস ও এনসিপি

শিবসেনাকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস ও এনসিপি

মঙ্গলবার বিজেপি সাংসদ নারায়ণ রানে হুঁশিয়ারি দিয়েছিলেন, শিবসেনা ভুল করছে। শিবসেনাকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস ও এনসিপি। কংগ্রেস ও এনসিপির পাতা ফাঁদে পা দিয়েছেন উদ্ধব ঠাকরে। আর তারপর বিজেপি নেত্রী প্রীতি গান্ধী অভিযোগ করলেন শিবসেনার এই ঔদ্ধত্যের নেপথ্যে রয়েছেন প্রশান্ত কিশোর।

শিবসেনা ৩০ বছরে এমন দাবি করেনি

শিবসেনা ৩০ বছরে এমন দাবি করেনি

তাঁর অভিযোগ, যে শিবসেনা ৩০ বছর ধরে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। কোনওদিন মুখ্যমন্ত্রিত্বের দাবি তোলেননি, আজ কী এমন হল যে, ৫৬টি আসনে জিতে মুখ্যমন্ত্রী পদের দাবি করে বসল ওরা। গতবার জোট করে নির্বাচে লড়েনি। ৬৩টি আসনে জিতেছিল। বিজেপির প্রয়োজন ছিল শিবসেনার সমর্থন। তখনও এই দাবি করেনি শিবসেনা।

শিবসেনাকে উসকানির পিছনে প্রশান্ত কিশোর!

শিবসেনাকে উসকানির পিছনে প্রশান্ত কিশোর!

তাই তাঁর মনে হচ্ছে শিবসেনাকে উসকানির পিছনে রয়েছেন প্রশান্ত কিশোর। সম্প্রতি প্রশান্ত কিশোরের সঙ্গে উদ্ধব ঠাকরের বৈঠক হয়েছে। তিনি টুইট করে জানিয়েছেন, প্রশান্ত কিশোরই মুখ্যমন্ত্রী পদের রাস্তা দেখিয়ে এনডিএ ভাঙার চেষ্টা চালাচ্ছেন। জেডিইউ নেতা অজয় অলোকেরও একই দাবি।

প্রশান্ত কিশোর স্বপ্ন দেখিয়েছেন উদ্ধব ঠাকরেকে

প্রশান্ত কিশোর স্বপ্ন দেখিয়েছেন উদ্ধব ঠাকরেকে

উভয়েই দাবি করেন, প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রী পদের স্বপ্ন দেখিয়েছেন উদ্ধব ঠাকরেকে। তিনি অঙ্ক দিয়ে বুঝিয়েছেন লাভ-ক্ষতি। তিনি বুঝিয়েছেন আড়াই বছর করে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ ভাগ করে সরকার চলুক। এই সমীকরণ মানতে রাজি হয়নি বিজেপি। তাই ভেস্তে গিয়েছে সব।

দলের মুখপত্র ‘সামনা’য় শিবসেনার পাল্টা

দলের মুখপত্র ‘সামনা’য় শিবসেনার পাল্টা

অন্যদিকে এদিন নিজেদের দলের মুখপত্র ‘সামনা'য় শিবসেনা জানিয়েছে, এখনও মহারাষ্ট্রে ঘোড়া কেনাবেচা শুরু হয়নি। তবে রাষ্ট্রপতি শাসনের পর তা শুরু হবে। এরপর নীতীশ কুমার মেহবুবা মুফতির প্রসঙ্গে উত্থাপন করেও উদ্ধব ঠাকরে পাল্টা দেন বিজেপিকে। তিনি বলেন, বিজেপি ভেবে দেখুক ওঁদের সঙ্গে কী করা হয়েছিল! আমরা শিবের মতো বিষপান করে নিয়েছিলাম। বিজেপি যদি প্রতিশ্রুতি না ভাঙত, তাহলে এই পরিস্থিতি তৈরি হত না।

মুখ্যমন্ত্রী থেকে মহারাষ্ট্রের সেবক, টুইটারের বায়ো বদল করলেন দেবেন্দ্র ফড়নবিশমুখ্যমন্ত্রী থেকে মহারাষ্ট্রের সেবক, টুইটারের বায়ো বদল করলেন দেবেন্দ্র ফড়নবিশ

 অযোধ্যা রায় মানলে, সবরিমালার সুপ্রিম রায় মানতে আপত্তি কেন, বিজেপিকে সওয়াল অযোধ্যা রায় মানলে, সবরিমালার সুপ্রিম রায় মানতে আপত্তি কেন, বিজেপিকে সওয়াল

English summary
BJP leader demands Prashant Kishor shows dream to Uddhav Thackeray to be CM. She informs this information through twitter’s message,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X