For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্বালানির মূল্যবৃদ্ধিতে প্রশ্ন! অটোচালককে মোদীর দলের নেতার হেনস্থার ভিডিও হল ভাইরাল

তামিলনাড়ুর বিজেপি প্রধান তামিলিসাই সৌন্দরারাজনকে এক বৃদ্ধ অটোচালক জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করতেই রে-রে করে ওঠেন তাঁর সঙ্গে থাকা দলের নেতারা। অটোচালককে মারধরও করা হয়।

  • |
Google Oneindia Bengali News

জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ যে বিজেপি নেতানেত্রীদের ওপর চেপে বসছে তা আর বলার অপেক্ষা রাখে না। হয়ত এরই ফল দেখা গেল চেন্নাইয়ে। তামিলনাড়ুর বিজেপি প্রধান তামিলিসাই সৌন্দরারাজনকে এক বৃদ্ধ অটোচালক জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করতেই রে-রে করে ওঠেন তাঁর সঙ্গে থাকা দলের নেতারা। অটোচালককে মারধরও করা হয়।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে প্রশ্ন! অটোচালককে মোদীরদলের নেতার হেনস্থার ভিডিও হল ভাইরাল

স্থানীয় চ্যানেলগুলিতে এই ছবি দেখানো হয়েছে ইতিমধ্যেই। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, খাকি পোশাকে থাকা বয়স্ক অটোচালক তামিলনাড়ুর বিজেপি সভাপতি সৌন্দরারাজনের পিছনে দাঁড়িয়ে রয়েছেন। দুবার তাঁকে ধাক্কা দেওয়া হয়। সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন তামিলনাড়ুর বিজেপি সভাপতির পিছনে থাকা পদস্থ নেতা। ওই অটোচালকের অপরাধ, তিনি বলেছেন, আম্মা, কেন্দ্র জ্বালানির দাম বাড়াচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অটোচালককে যখন পিছনে নিগ্রহ করা হচ্ছে সেই সময় হাসছেন, তামিলনাড়ুর বিজেপি সভাপতি।

অটোচালকের নাম কাথির। তিনি পরে সংবাদমাধ্যমকে জানান, জ্বালানির মূল্যবৃদ্ধিতে অটোচালকরা কীভাবে বিপাকে পড়ছেন, তাই তিনি বলতে চেয়েছিলেন। কিন্তু বিষয়টিকে ভুল ভাবে নেওয়া হয়। সংসার চালাতে প্রতিদিন অন্ততপক্ষে ৫০০ টাকা দরকার। কিন্তু পেট্রোলের দাম বাড়তে থাকায় অটোর ভাড়া দেওয়ার পর তাদের হাতে কেবল মাত্র ৩৫০ টাকা থাকছে।

[আরও পড়ুন:মমতার কুরুচিকর ছবি ফেসবুকে! কুৎসার পোস্টে গ্রেফতার দিলীপ-ঘনিষ্ঠ বিজেপিকর্মী][আরও পড়ুন:মমতার কুরুচিকর ছবি ফেসবুকে! কুৎসার পোস্টে গ্রেফতার দিলীপ-ঘনিষ্ঠ বিজেপিকর্মী]

জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে বিপাকে শুধু কাথির নন। আসমুদ্র হিমাচলের সাধারণ মানুষ। সেইজন্যই হয়তো কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে মন্তব্য করেছিলেন, মন্ত্রী থাকায় জ্বালানির মূল্যবৃদ্ধি তাঁর ওপর প্রভাব ফেলছে না।

[আরও পড়ুন:মোদীর দেশে বিধায়কদের আয় শুনলে চমকে যাবেন! রিপোর্ট প্রকাশে চাঞ্চল্য][আরও পড়ুন:মোদীর দেশে বিধায়কদের আয় শুনলে চমকে যাবেন! রিপোর্ট প্রকাশে চাঞ্চল্য]

নাম প্রকাশে অনিচ্ছুক এই ঘটনার সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, বিজেপির নেতারা মনে করেছিলেন বিজেপি সভাপতির পিছনে থাকা ব্যক্তিটি মদ্যপ অবস্থায় ছিলেন। তবে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। কোনওভাবেই তাঁকে নিগ্রহ করা হয়নি বলে দাবি করা হয়েছে।

[আরও পড়ুন: ভারতে পাঁচ বছরে সর্বনিম্ন শিশুমৃত্যুর হার, তাও চমকে দেবে পরিসংখ্যান, কী বলছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট][আরও পড়ুন: ভারতে পাঁচ বছরে সর্বনিম্ন শিশুমৃত্যুর হার, তাও চমকে দেবে পরিসংখ্যান, কী বলছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট]

English summary
BJP leader in Chennai allegedly assulted Auto driver for asking about fuel price
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X