For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা-বিরোধী আলোর উদযাপনে শূন্যে গুলি, গ্রেফতার বিজেপি নেত্রী

করোনা-বিরোধী আলোর উদযাপনে শূন্যে গুলি, গ্রেফতার বিজেপি নেত্রী

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের বলরামপুরে বিজেপির মহিলা মোর্চা সভাপতি মঞ্জু তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সামাজিক মাধ্যমে মঞ্জুর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় রবিবার করোনা-বিরোধী উদযাপনের অঙ্গ হিসেবে তিনি শূন্যে গুলি চালান।

করোনা-বিরোধী আলোর উদযাপনে শূন্যে গুলি, গ্রেফতার বিজেপি নেত্রী

মোদীর ডাকে শূন্যে গুলি মঞ্জুর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রদীপ জ্বালানোর মাধ্যমে দেশবাসীকে করোনার বিরুদ্ধে একজোট হতে আবেদন করেন। কিন্তু শুধু প্রদীপ নয়, আতশবাজি-ফানুস-প্রভৃতি সহযোগে রীতিমত দীপাবলির মেজাজে দেশজুড়ে দেশবাসী করোনা-বিরোধী দিন উদযাপন করে। অন্যদিকে, বলরামপুরনিবাসী মঞ্জু তিওয়ারির উদযাপনের ভঙ্গি ছিল বাকি সকলের থেকে আলাদা। তাঁর শূন্যে গুলি ছুঁড়ে উদযাপনের ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

ঘটনা প্রসঙ্গে কী বলছে পুলিশ

বলরামপুর পুলিশের সুপারিনটেনডেন্ট অরবিন্দ মিশ্র জানান, "রবিবার রাতে বিজেপি নেত্রী মঞ্জু তিওয়ারি করোনা-বিরোধী সময় উদযাপনের উদ্দেশ্যে শূন্যে গুলি চালান এবং গুলি চালানোর সেই ভিডিও সামাজিক মাধ্যম মারফত ভাইরাল হয়ে যায়। নগর কোতোয়ালি থানায় মঞ্জু তিওয়ারির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৮৬ ধারায় আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা রুজু হয়েছে।"

English summary
BJP leader fires guns in celebration of anti-Corona light eve
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X