For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনাভাইরাসের 'বাঁচার অধিকার' নিয়ে সরব বিজেপির হেভিওয়েট! ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়

করোনাভাইরাসের 'বাঁচার অধিকার' নিয়ে সরব বিজেপির হেভিওয়েট! ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়ায়

Google Oneindia Bengali News

১৪ মে ভারতের করোনা রিপোর্ট বলছে, এপর্যন্ত দেশে মারণ ভাইরাসের শিকার হয়ে মৃত্যু হয়েছে ২,৬৩,৩১৭ জনের। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৪৩,১৪৪ জন। দেশ জুড়ে করোনা থেকে বাঁচতে চলছে লড়াই, তারই মাধে কোথাও অক্সিজেনের হাহাকার , কোথাও শশ্মান থেকে কবরস্থলে ভিড়। আক্রান্তের তালিকায় বহু হেভিওয়েট নেতা নেত্রী। এরই মাঝে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বক্তব্য ঘিরে তুমুল ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

করোনা ভাইরাসের 'বাঁচার অধিকার' প্রসঙ্গ

করোনা ভাইরাসের 'বাঁচার অধিকার' প্রসঙ্গ

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপির হেভিওয়েট নেতা ত্রিবেন্দ্র সিং রাওয়াত এক টিভি সাক্ষাৎকারে বলেন, 'একটি দার্শনিক দিক থেকে দেখুন। করোনা ভাইরাসও একটি প্রাণী,তারও প্রাণ আছে। আমাদের বাকিদের মতোই তারও বাঁচার অধিকার আছে। আর আমরা মানুষরা নিজেদের মনে করি সবচেয়ে চালাক। আর চেষ্টা করছি একে ধ্বংস করতে, এর পিছনে পড়ে আছি। আর এটি নিজের রূপ পাল্টাচ্ছে। বহুরূপী হয়ে গিয়েছে। '

 করোনা ও বিজেপির অন্দর মহল

করোনা ও বিজেপির অন্দর মহল

প্রসঙ্গত, বিজেপির একাধিক নেতা ইতিমধ্যেই করোনা আক্রান্ত। সারা দেশের বহু মানুষের সঙ্গেই গেরুয়া শিবিরের একাধিক হেভিওয়েট ও তাংদের পরিবারের অনেকেই এই ভয়াবহ ভাইরাসের শিকার। উত্তরপ্রদেশ বিজেপি তাদের একাধিক নেতাকে হারিয়েছে যাঁরা করোনার শিকার হয়েছিলেন। এদিকে উত্তরপ্রদেশের করোনার বাড়বাড়ন্ত ঘিরে যোগীর দলের বিধায়করাই প্রশাসনের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির তরফে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে ত্রিবেন্দ্র সিং রাওয়াতের মন্তব্যে রীতিমতো তোলপাড় ছড়িয়েছে।

ট্রোলের বন্যা

ট্রোলের বন্যা

এদিকে, বিজেপি নেতার এমন বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোল থামছে না। অনেকেই মশকরার সুরে বলেছেন,'ভাইরাস অর্গানিজম সেন্ট্রাল ভিস্তার আওতায় আশ্রয় নিক।' অনেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও পোস্ট করে তা নিয়ে মন্তব্য করে মিম তৈরি করেছেন।

চরমে সমালোচনা

অনেকেই কটাক্ষের সুরে টুইটারে লিখেছেন যে এবার দেশে করোনা ভাইরাসের জন্য আধার কার্ড তৈরি হবে। অন্যদিকে, আর এক নেট নাগরিকের কথায় , বিজেপিকে অযথা অস্বস্তিতে ফেলছে এই নেতার বক্তব্য। অনেকের মতে বায়োলজি সেভাবে পড়া হয়নি ত্রিবেন্দ্র সিং রাওয়াতের।

English summary
BJP leader and Ex Uttarakhand CM Trivendra Rawat faces huge troll for his comment on Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X