For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে ১৯৯০-এর দশক ফেরাতে চাইছেন প্রশান্ত কিশোর! খাট পে চর্চার কথা তুলে কটাক্ষ বিজেপির

বিহারে ১৯৯০-এর দশক ফেরাতে চাইছেন প্রশান্ত কিশোর! খাট পে চর্চার কথা তুলে কটাক্ষ বিজেপির

  • |
Google Oneindia Bengali News

এদিন নতুন করে নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের ওপর আক্রমণ শুরু করল বিজেপি। তাদের সঙ্গে জোট নিয়ে নীতীশ কুমারের বিরুদ্ধে মুখ খোলায় জেডিইউ থেকে বহিষ্কার করা হয়েছিল প্রশান্ত কিশোরকে।

 বিহারে ১৯৯০-এর দশক ফেরাতে চান প্রশান্ত কিশোর

বিহারে ১৯৯০-এর দশক ফেরাতে চান প্রশান্ত কিশোর

এদিন বিজেপির তরফে আক্রমণের শুরুতেই বলা হয়েছে প্রশান্ত কিশোর নিজের ব্যবস্থা শুরু করে নাম করেছিলেন বিজেপির সঙ্গে কাজের পরেই। এবার তিনি বিহারে ১৯৯০-এর দশক ফেরাতে চাইছেন বলে অভিযোগ করেছে বিজেপি। মাসলম্যান ফিরে এসেছে, এবার সবাইকে চিন্তা করতে হবে, কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে।

 মানুষ সজাগ রয়েছে

মানুষ সজাগ রয়েছে

বিজেপির তরফেই দাবি করা হয়েছে, মানুষ আগের থেকে বেশি সজাগ। তারা কিছুতেই গুণ্ডাদের ভোট দেবে না বলে মন্তব্য করা হয়েছে বিজেপির তরফে। অর্থের জোরে রাজনৈতিক ধান্দাবাজির করা হচ্ছে বলেও বিজেপির তরফে প্রশান্ত কিশোরের নাম না করে অভিযোগ করা হয়েছে।

ব্যর্থ হয়েছিল খাট পে চর্চা

ব্যর্থ হয়েছিল খাট পে চর্চা

বিজেপি সাংসজ সঞ্জয় জয়সওয়াল বলেছেন প্রশান্ত কিশোর সবসময় দাবি করেন চায়ে পে চর্চার সফলতার কথা। কিন্তু তাঁর ব্যর্থ খাট পে চর্চার কথা ভুলে গেলে চলবে না। যা উত্তর প্রদেশে প্রয়োগ করা হয়েছিল। দুই নেতার পক্ষে তা ধ্বংসাত্মক হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

কংগ্রেসের জন্য ছিল খাট পে চর্চা

কংগ্রেসের জন্য ছিল খাট পে চর্চা

২০১৭ সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট ছিলেন প্রশান্ত কিশোর। তিনিই সেখানে কংগ্রেসের জন্য ছিল খাট পে চর্চা চালু করেছিলেন। যেখানে খাটিয়ার ওপর বসে মানুষের সঙ্গে যোগাযোগ করার উপায় দিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেই নির্বাচনে অখিলেশ যাদববের সঙ্গে জোট করেও বিপর্যস্ত হয়েছিলেন রাহুল গান্ধী। বিজেপি তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে।

 নেই কোনও চিন্তা ধারা

নেই কোনও চিন্তা ধারা

বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীও প্রশান্ত কিশোরকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, ম্যানেজারদের কোনও চিন্তাধারা থাকে না। যিনি নরেন্দ্র মোদীর জয়ের সঙ্গে যুক্ত তাঁকে পরিষ্কার করে বলতে হবে, সেই সময় কেন তিনি বিজেপির মধ্যে খারাপ কিছু দেখেননি।

নীতীশ কুমারকে আক্রমণ করেছিলেন প্রশান্ত কিশোর

নীতীশ কুমারকে আক্রমণ করেছিলেন প্রশান্ত কিশোর

প্রসঙ্গত জেডিইউ থেকে বহিষ্কারের পর প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রীর সরকার চালানো এবং তার চিন্তাধারা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাশাপাশি গান্ধী না গডসে, নীতীশ কুমারকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

English summary
BJP launches fresh attack against Prashant Kishor who had spoken out against Nitish Kumar after being expelled from JDU.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X