For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে মোদী-নীতীশ ঝড়ে উড়বে লালু-রাহুল জোট, ইঙ্গিত সমীক্ষায়

উত্তরপ্রদেশে না পারলেও বিহারে এনডিএ জোট দারুণ ফল করবে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে না পারলেও বিহারে এনডিএ জোট দারুণ ফল করবে। এমনটাই মনে করছে এবিপি-সি ভোটার সমীক্ষা। দেশ কা মুড বলে সারা দেশের সবকটি লোকসভা আসনে সমীক্ষা চালানো হয়েছে। তার ফলাফলই এদিন তুলে ধরেছে এবিপি। সেখানে স্পষ্ট বলা হয়েছে কীভাবে সারা বিহার জুড়ে ফের একবার এনডিএ জোটের রমরমা দেখা যাবে।

মোদী ম্যাজিক অটুট

মোদী ম্যাজিক অটুট

বিহারে সবমিলিয়ে ৪০টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে বিজেপি, জেডিইউ ও এলজেপির জোট সবমিলিয়ে ৩৫টি আসন দখল করতে চলেছে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে।

বিরোধী জোট

বিরোধী জোট

অন্যদিকে বিহারে কংগ্রেস, আরজেডি ও আরএলএসপি-র জোট সবমিলিয়ে মোট ৫টি আসন পেতে চলেছে বলেও সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। যার অর্থ লোকসভায় ফের একবার এখানে কংগ্রেসের ভরাডুবি হতে চলেছে।

নীতীশ ম্যাজিক

নীতীশ ম্যাজিক

সমীক্ষা বলছে, নীতীশ কুমারের স্বচ্ছ প্রশাসন চালানো ও মোদীর কেন্দ্রীয় ক্যারিশমা একদিকে যেমন এই জোটকে এগিয়ে রেখেছে, তেমনই কং-আরজেডি জোটের দুর্বলতা সবমিলিয়ে তাদের পিছিয়ে দিয়েছে। লালুর জেলে থাকাও নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া নীতীশের সঙ্গে দরিদ্র মানুষের ভোট রয়েছে। ফলে সেটাও এনডিএ-র লাভ করতে চলেছে।

শেষবারের ফল

শেষবারের ফল

২০১৪ সালে বিহারের লোকসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট ৩১টি আসন পায়। আরজেডি ৪টি, জেডিইউ ২টি, এনসিপি ১টি, কংগ্রেস ২টি আসন পায়।

[আরও পড়ুন:উত্তরপ্রদেশে জমি হারাবে বিজেপি, লোকসভায় বড় সাফল্য পাবে বুয়া-ভাজিতা জোট, বলছে এবিপির সমীক্ষা ][আরও পড়ুন:উত্তরপ্রদেশে জমি হারাবে বিজেপি, লোকসভায় বড় সাফল্য পাবে বুয়া-ভাজিতা জোট, বলছে এবিপির সমীক্ষা ]

English summary
BJP-JDU alliance to sweep Bihar in Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X