For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিকেল ৪টে পর্যন্ত ১.৭৫ কোটি টিকাকরণ, ইতিহাস তৈরির পথে ভারত

বিকেল ৪টে পর্যন্ত ১.৭৫ কোটি টিকাকরণ, ইতিহাস তৈরির পথে ভারত

  • |
Google Oneindia Bengali News

দেশ এর আগেও ২৪ ঘন্টায় ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রকে স্পর্শ করেছিল। তবে এবার লক্ষ্যমাত্রা আরও বড়৷ মোদীর জন্মদিন উপলক্ষ্যে ২৪ ঘন্টায় ২ কোটি টিকাকরণের লক্ষ্যে মাঠে নেমেছে বিজেপি৷ ইতিমধ্যেই ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্র স্পর্শ করেছে বিজেপি৷

বিকেল ৪টে পর্যন্ত ১.৭৫ কোটি টিকাকরণ, ইতিহাস তৈরির পথে ভারত

শুক্রবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর ৭১ বছরে পা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী৷ ২০ দিন ধরে নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের পরিকল্পনা নিয়েছে বিজেপি৷ এই ২০ দিনে 'সেবা ও সমর্পণ' কর্মসূচী পালন করবেন বিজেপি নেতা কর্মীরা৷ এবার এই কর্মসূচীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীর করে রাখতে ১৭ সেপ্টেম্বরে ২কোটি টিকাকরণের লক্ষ্যে কাজ করছেন বিজেপি নেতা কর্মীরা৷

বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরাকরি আধিকারিকদের টিকাকরণের গতি দ্বিগুন করতে বলা হয়েছে৷ একই সঙ্গে বিজেপির এই ২কোটি টিকার লক্ষ্যমাত্রা সফল করতে বেশ কয়েকদিন ধরে ৮ লক্ষ স্বেচ্ছাসেবকদের ট্রেনিং দিয়ে আজকে মাঠে নামানো হয়েছে৷ ইতিমধ্যে শুক্রবার বিকেল ৪টে পর্যন্ত ১.৭৫ কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে দেশে৷ চতুর্থবারের জন্য এই লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে ভারত৷ স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে এখনও পর্যন্ত দেশে মেট ৭৭ কোটি ২৪ লক্ষ ২৫ হাজার ৭৪৪ টি টিকাকরণ সম্ভব হয়েছে৷ টিকাকরণের ক্ষেত্রে ভারত বিশ্বের দ্বিতীয় দেশ৷ ভারতের পর রয়েছে আমেরিকা যারা এখনও পর্যন্ত ৩৮ কোটি মানুষকে টিকা দিতে সমর্থ হয়েছে৷ অন্যদিকে ভারতের আগে রয়েছে চিন যেখানে ২০০ কোটি টিকাকরণ হয়েছে৷

বিজেপির 'সেবা ও সমর্পণ' অভিযান চলবে ৭ই অক্টোবর পর্যন্ত কারণ ২০ বছর আগে এই দিনেই প্রথমবারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী৷ নিজের দলের শীর্ষ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানাতে সারা দেশে বিভিন্ন জায়গাতে বড় বড় হোডিং লাগিয়েছেন বিজোপি নেতারা।

বিশেষজ্ঞরা বলছেন দেশে উৎসবের মরশুম চলছে। করোনার তৃতীয় ওয়েভের আগেই দেশে টিকাকরণের গতি বাড়লে তা সাধারন ভারতবাসীর জন্য মঙ্গলজনকই হবে৷ তা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বাড়ুক কিংবা অন্যভাবে৷ তবে টিকাকরণের ক্ষেত্রে একটা গ্রাফ ধরে রাখার কথা বলেছেন বিশেষজ্ঞরা। এমনটা যেন না হয় যে একদিন দু'কোটি ভ্যাকসিন দিয়ে পরের দিনগুলোয় সারাদেশে টিকাকরণ নীচে নেমে যায়৷ পাশাপাশি করোনা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত চিকিৎসকরা বলছেন একদিনে ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পার করে দেশ বুঝিয়ে দিয়েছে যে দ্রুত ভ্যাকসিনেশনের পরিকাঠামো রয়েছে দেশে৷ এবার তৃতীয় ওয়েভ আসার আগেই এই পরিকাঠামোকে কাজে লাগিয়ে আরও বেশি মানুষকে সম্পূর্ণ টিকা দিতে হবে৷

English summary
The country had earlier touched the target of 10 million vaccinations in 24 hours. But this time the target is even bigger On the occasion of Modi's birthday, BJP 7 has taken to the field with the aim of vaccinating 20 million people in 24 hours country has already touched the target of 1 crore vaccinations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X