For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শরিকি সিদ্ধান্তে অশনি সংকেত! রাজ্যসভার নির্বাচনে কোন দিকে কারা, একনজরে

শিবসেনার পর আকালি দলও যদি এনডিএ-র সঙ্গে না থাকে, তবে রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন নির্বাচনে বিপদে পড়বে বিজেপি। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই এনডিএ-র।

Google Oneindia Bengali News

শিবসেনার পর আকালি দলও যদি এনডিএ-র সঙ্গে না থাকে, তবে রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন নির্বাচনে বিপদে পড়বে বিজেপি। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই এনডিএ-র। জয়ের জন্য তাদের তাকিয়ে থাকতে হবে মধ্যপন্থা নিয়ে চলা দলগুলির সিদ্ধান্তের উপর। তারপর শিবসেনা ও আকালি দলের মতো দীর্ঘদিনের শরিকরা যদি বেঁকে বসে সমস্যা বাড়বে বৈ কমবে না।

রাজ্যসভায় আসন্ন নির্বাচনে কার পাল্লা ভারী, একনজরে

গত মাসেই বিজেপি সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা এনেছিল বিরোধীরা। সেই আস্থা ভোটে এনডিএ-র হাতে পর্যাপ্ত সংখ্যা ছিল। তাই শরিক শিবসেনা ভোটদানে বিরত থাকার প্রভাব পড়েনি। ভোট দেয়নি বিজু জনতা দলও। এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। প্রথমত রাজ্যসভায় এনডিএ তথা বিজেপির হাতে পর্যাপ্ত সংখ্যা নেই, তার উপর শরিকি বিবাদ বাড়ছে এনডিএ-তে।

এদিন আকালি দল রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন নির্বাচনে ভোটদানে বিরত থাকবেন বলে জানিয়েছেন। শিবসেনাও এনডিএ প্রার্থীকে ভোট দেবে না। দুই দলেরই তিনজন করে সাংসদ রয়েছে রাজ্যসভায়। শিবসেনার পথে আকালি দল হাঁটলে বিজেপি বিপাকেই পড়বে।

উল্লেখ্য, বিজেপির ৬৯-সহ এনডিএ-র হাতে ৯২ জন সাংসদ রয়েছে। ২৪৫ আসনের রাজ্যসভায় জয়ের জন্য ১২৩টি ভোট প্রয়োজন। অর্থাৎ বিজেপি বা এনডিএ-র ম্যাজিক সংখ্যায় পৌঁছতে আরও ৩১ জন সাংসদে সমর্থন লাগবে। বিজেপি মনে করছে তামিলনাড়ুর এআইএডিএমকে, চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও অন্ধ্রপ্রেদেশের ওয়াইএসআর কংগ্রেস এনডিএ-কে সমর্থন দেবে।

যদিও তারপরও ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে না এনডিএ। ম্যাজিক ফিগারে পৌঁছতে বিজু জনতা দলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। তারপর শিবসেনা ও আকালি দল যদি ভোটদানে বিরত থাকে সমস্যা আরও বাড়বে। বিজেডি এখনও নিশ্চিত করেনি তারা কোনদিকে থাকবে। তবে উল্লেখ্য, আস্থাভোটে তারা বিরত ছিল ভোটদানে।

রাজ্যসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা ৫১। তৃণমূলের ১৩। অন্যান্য বিরোধীরা যদি একজোট হতে পারে, তবে তাদর জয় আটকাবে না। এখন দেখার বিরোধীরা একজোট হতে পারেন কি না। আর এই নির্বাচনই দেখিয়ে দেবে লোকসভা নির্বাচনের অক্সিজেন পেতে কতটা মরিয়া বিরোধীরা। বিজেপি যদি জোটে ফাটল ধরাতে পারে, তবে তাদের জয়ের পথ যেমন খুলে যাবে, তেমনি বিরোধী ঐক্যের আওয়াজকে রুখে দেওয়া যাবে অনেকটাই।

English summary
BJP is in big trouble before Rajya Sabha deputy chairman election. Two parties of NDA Shiv Sena and Akali Dal decide avoid Rajya Sabha deputy chairman election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X