For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভোটে পাটিগণিতকে ছাপিয়ে গেল রসায়ন', বারাণসীতে বিজেপি কর্মীদের কোন বার্তা মোদীর

প্রতিটি নির্বাচনেই কিছু অঙ্ক থাকে, আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নির্বাচনী রসায়ন।এমনই দাবি বারাণসীর মাটি থেকে করলেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Google Oneindia Bengali News

প্রতিটি নির্বাচনেই কিছু অঙ্ক থাকে, আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নির্বাচনী রসায়ন।
এমনই দাবি বারাণসীর মাটি থেকে করলেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটে জিতে এদিন কাশী বিশ্বনাথধামে পুজো দেওয়ার পর বিজেপি কর্মীদের উদ্দেশে এক সভায় একাধিক বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী।

শুধু হিন্দিবলয়ের দল নয় বিজেপি!

এদিন মোদী , বারাণসীর সভা থেকে বলেন,'এতকাল হিন্দি বলয়ের পার্টি হিসাবেই রাজনৈতিক বিশেষজ্ঞরা আমাদের দেকে এসেছে। আমাদের সবচেয়ে বেশি আসন রয়েছে কর্ণাটকে। তাহলে কি আমরা এখনও হিন্দি বলয়ের পার্টি?...'

পাটিগণিত ,রসায়ন নিয়ে মোদীর বার্তা!

নরেন্দ্র মোদী এদিন দাবি করেন, ২০১৯ লোকসভা নির্বাচনে রসায়নটা অনেকটাই বেশি কার্যকরি হয়েছে পাটিগণিতের থেকে। তাঁর দাবি, ভোটের পাটিগণিতের থেকে মানুষের সঙ্গে সম্পর্কের রসায়ন অনেকটাই বেশি কার্যকরী হয়েছে ভোটের ভারতে। এই বিশাল আয়োজন যেন ছিল লোকশিক্ষা ও লোক সমর্পণের উৎসব।

বারাণসী নিয়ে মোদী

এদিন মোদী বারাণসীর মাটি থেকে দাবি করেন, বিজেপি কর্মীদের কথায়, তিনি বারাণসীতে প্রচারে আসেননি কারণ তেমনটাই 'নির্দেশ' দেন সেখানের বিজেপি কর্মীরা। আর বিজেপি কর্মীদের এমন নির্দেশ অমান্য করতে পারেননি মোদী।

English summary
BJP is noy only in Hindi heartland ,We have the most number of seats in Karnataka says Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X