
পেট্রোলের দাম বাড়িয়ে লাভের টাকায় বিধায়ক কিনছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ দিগ্বিজয়ের
পরপর ২০ দিন৷ লকডাউন উঠতে না উঠতেই দেশজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। দিনের পর দিন বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম৷ দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ২১ পয়সা ও ডিজেলের দাম বাড়ল ১৭ পয়সা৷ এই নিয়ে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হল ৮০.১৩ টাকা৷ ডিজেলের দাম বেড়ে হল ৮০.১৯ টাকা৷

পথে নেমে বিক্ষোভ দেখায় মধ্যপ্রদেশের কংগ্রেস
এহেন পরিস্থিতির বিরোধিতায় পথে নেমে বিক্ষোভ দেখায় মধ্যপ্রদেশের কংগ্রেস। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে গত বুধবার সাইকেল ব়্যালি করে কংগ্রেস। দিগ্বিজয় সিং-সহ কংগ্রেসের প্রথম সারির নেতাদের পাশাপাশি সেই বিক্ষোভ মিছিলে ছিলেন দলের কর্মী সমর্থকরাও।

দিগ্বিজয় সিং-সহ ১৫০ কংগ্রেসের নেতার বিরুদ্ধে এফআইআর
এরপরই দিগ্বিজয় সিং-সহ মোট ১৫০ জন কংগ্রেসের নেতা কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডিবিধির ৩৪১, ১৮৮, ১৪৩, ২৬৯, ২৭০ ধারায় এফআইআর দায়ের হয়। তবে দমছেন না দিগ্বিজয় সিং। উল্টে তেলের দাম বৃদ্ধি নিয়ে আরও কড়া ভাষায় বিজেপি আক্রমণ করে এনেছেন এক গম্ভীর অভিযোগ।

দিগ্বিজয়ের অভিযোগ
এদিন দিগ্বিজয় বলেন, 'পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি থেকে পাম্পের মালিকদের বা পেট্রোলিয়াম সংস্থাগুলির যে লাভ হচ্ছে তা কেন্দ্রীয় সরকারের কাছে যাচ্ছে। এই লাভের টাকা দিয়েই বিজেপি বিধায়কদের কিনছে।'

মধ্যপ্রদেশের ক্ষমতা দখলের লড়াই
গত কয়েক সপ্তাহের প্রায় প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলের দাম। এখন এমন এক পরিস্থিতিতে এসেছে যে জ্বালানি তেলের দাম সীমা ছাড়িয়ে গিয়েছে, ভারতে যা আগে কখনও হয়নি। এদিকে সদ্য ক্ষমতা হারানোর পর কংগ্রেস এখন উপ নির্বাচন জিতে ফের সরকার গঠনে মরিয়া। এই অবস্থায় ফের বিজেপির দিকে অপারেশন কমল চালানোর অভিযোগ হাত শিবিরের।
Recommended Video

ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার হবে অতি নগন্য! করোনা আবহে আশঙ্কাবাণী গীতা গোপিনাথের