For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার আগেই কেন রামমন্দির, কারণ ব্যাখ্যা মায়ার! বিজেপির সঙ্গ ত্যাগ এক জোটসঙ্গীর

লোকসভা ভোটের আগে রামমন্দির ইস্যুকে খুঁচিয়ে তোলার জন্য বিজেপি ও শিবসেনার কড়া সমালোচনা করলেন বহুজন সমাজপার্টির প্রধান মায়াবতী।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে রামমন্দির ইস্যুকে খুঁচিয়ে তোলার জন্য বিজেপি ও শিবসেনার কড়া সমালোচনা করলেন বহুজন সমাজপার্টির প্রধান মায়াবতী। শাসকের ব্যর্থতার দিক থেকে মানুষের মন ঘুরিয়ে দিতে রাজনৈতিক কৌশল বলে বিষয়টিকে বর্ণনা করেছেন তিনি। মায়াবতীর মতে, যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে, সেই জন্য দল কিংবা কোনও গোষ্ঠী সবাইকেই তার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

লোকসভার আগেই কেন রামমন্দির, কারণ ব্যাখ্যা মায়ার! বিজেপির সঙ্গ ত্যাগ এক জোটসঙ্গীর

নিজেদের ব্যর্থতার দিকগুলি থেকে মানুষের মন ঘুরিয়ে দিতেই রামমন্দির ইস্যু ফের খুঁচিয়ে তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন মায়াবতী। যদি তাদের উদ্দেশ্য ভাল হত, তাহলে তাদের ৫ বছর অপেক্ষা করতে হত না। এটা একটা রাজনৈতিক কৌশল ছাড়া কিছুই নয়, এমনটাই মনে করছেন মায়াবতী।

শিবসেনা কিংবা ভিআইপি যা করছে, তা তাদেরই ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বহুজন সমাজপার্টির প্রধান।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দলের কর্মীদের কাছে ভিম সেনার মতো সংগঠনের থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন। অভিযোগ এই সংগঠন মায়াবতী ও তাঁর দল বিএসপি নাম ব্যবহার করে সভার আয়োজনের নামে টাকা আদায় করছে।

উত্তর প্রদেশে বিজেপির সঙ্গে জোট ছিন্ন করেছেন ওম প্রকাশ রাজভর। তিনি সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি। অযোধ্যায় শিবসেনা, ভিএইচপি, আরএসএস তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। উত্তরপ্রদেশের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দাবির সঙ্গে সহমত প্রকাশ করেছেন এই নেতা। অখিলেশ দাবি করেছিলেন, সুপ্রিম কোর্টের উচিৎ অযোধ্যায় সেনা মোতায়েন করা।

English summary
BJP is losing polls, so diverting attention to Ram temple, Alleged BSP chief Mayawati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X