For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবসেনার জন্য নতুন ভাবনা! সরকার গড়তে বিজেপি টানল দুই দশক আগের উদাহরণ

শিবসেনার ৫০-৫০ ফর্মুলার চাপে মধ্যে নতুন প্রস্তাব বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির তরফে ইতিমধ্যেই শিবসেনার কাছে উপমুখ্যমন্ত্রীর পদ নিতে অনুরোধ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

শিবসেনার ৫০-৫০ ফর্মুলার চাপে মধ্যে নতুন প্রস্তাব বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির তরফে ইতিমধ্যেই শিবসেনার কাছে উপমুখ্যমন্ত্রীর পদ নিতে অনুরোধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বলে সূত্রের খবর। তবে এবিষয়ে সোমবারের পর সিদ্ধান্ত জানানো হবে। অন্যদিকে অচলাবস্থা কাটাতে দুইদলই ভিন্ন মাধ্যম দিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে।

শিবসেনার দাবি

শিবসেনার দাবি

বৃহস্পতিবার নির্বাচনের ফর বেরনোর পরেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বিজেপিকে ৫০-৫০ ফর্মুলার কথা স্মরণ করিয়ে দেন। এরপর শনিবার দলের বিধায়কদের সামনে তিনি বলেন, দল চায় তাদের মুখ্যমন্ত্রী পাঁচবছরের মধ্যে অর্ধেক সময় কাজ করুক।

বিজেপির পাল্টা যুক্তি

বিজেপির পাল্টা যুক্তি

যদিও এই প্রস্তাবে রাজি নয় বিজেপি। তাদের যুক্তি বিজেপি ও শিবসেনা যদি প্রায় একই সংখ্যক আসনে জয়ী হত তাহলে এই ফর্মুলার কথা মানা যেত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিজেপির আসন সংখ্যা শিবসেনার প্রায় দ্বিগুণ। যদি এই ব্যবধান কম হত, তাহলেও শিবসেনার দাবি বিবেচনা করা যেত বলে ইঙ্গিত দেওয়া হয়েছে বিজেপির তরফে।

ফড়নবিশই পরবর্তী মুখ্যমন্ত্রী

ফড়নবিশই পরবর্তী মুখ্যমন্ত্রী

বিজেপির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে দেবেন্দ্র ফড়নবিশই পরবর্তী মুখ্যমন্ত্রী। তিনি পাঁচবছরই ক্ষমতায় থাকবেন বলেও বিজেপির তরফে জানানো হয়েছে।

বিজেপি টানল ১৯৯৫ সালের কথা

বিজেপি টানল ১৯৯৫ সালের কথা

এপ্রসঙ্গে বিজেপির তরফে ১৯৯৫ সালের কতা তুলে ধরা হয়েছে। ১৯৯৫ সালে শিবসেনা ৭৩ টি আসন পেয়েছিল অন্যদিকে বিজেপি পেয়েছিল ৬৫ টি আসন। শিবসেনার তপফে মুখ্যমন্ত্রী হয়েছিলে মনোহর যোশী। অন্যদিকে উপমুখ্যমন্ত্রীর পদ পেয়েছিলেন বিজেপির গোপীনাথ মুণ্ডে।

সেনার সঙ্গে ঠান্ডা লড়াইয়ের মাঝেই আজ রাজ্যপালকে সরকার গঠনের আর্জি জানাবেন ফড়নবিশসেনার সঙ্গে ঠান্ডা লড়াইয়ের মাঝেই আজ রাজ্যপালকে সরকার গঠনের আর্জি জানাবেন ফড়নবিশ

English summary
BJP is learnt to have offered Deputy CM's post to Shiv Sena. Although Shiv Sena is claiming for 50-50 formula.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X