For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাত-হিমাচলে নির্বাচনে বিজেপিকে অ্যাডভান্টেজ দিল উপনির্বাচনের ফল, বিরোধীরা সেই তিমিরেই

গুজরাত-হিমাচলে নির্বাচনে বিজেপিকে অ্যাডভান্টেজ দিল উপনির্বাচনের ফল, বিরোধীরা সেই তিমিরেই

  • |
Google Oneindia Bengali News

হিমাচল প্রদেশ ও গুজরাত বিধানসভা নির্বাচনের আগে উপনির্বাচনে বিপুল সাফল্য পেল বিজেপি। ছয় রাজ্যের সাতটি উপনির্বাচনের মধ্যে চারটিতে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। তেলেঙ্গানার আসনটি নিয়ে এখনও কোনও ফয়সালা হয়নি। একটি আসলে আরজেডি ও অন্যটিতে শিবসেনা জয়ী হয়েছে। এই জয় বিজেপিকে ২০২৪-এর আগে প্রভূত অক্সিজেন দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির বিরুদ্ধে বিরোধীরা ধরাশায়ী

বিজেপির বিরুদ্ধে বিরোধীরা ধরাশায়ী

বিজেপির বিরুদ্ধে বিরোধীরা এককাট্টা হয়ে লড়ার চেষ্টা করলেও দিকে দিকে তেমন কোনও প্রভাব সাম্প্রতিক উপনির্বাচনে পড়েনি। উত্তরপ্রদেশে বিজেপি সাফল্য পেয়েছে। তারা সমাজবাদী পার্টিকে হারিয়ে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। বিহারের একটি আসনে হারলেও অন্যটিতে জোট প্রার্থীকে পরাজিত করেছে বিজেপি।

তেলেঙ্গানায় কাঁটে কা টক্কর বিজেপির

তেলেঙ্গানায় কাঁটে কা টক্কর বিজেপির

আর ওড়িশায় বিজু জনতা দলের প্রার্থীকে হারিয়ে দিয়েছে বিজেপি। তার পাশাপাশি তেলেঙ্গানায় টিআরএস প্রার্থীর বিরুদ্ধে কাঁটে কা টক্কর হয়েছে। সেখানে জয় পরাজয় চূড়ান্ত হয়েছে একেবারে শেষ ল্যাপে। যে কোনও দল জিততে পারে এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ আটকে ছিল ঘোষণা। টিআরএস প্রার্থী শেষ ল্যাপে এগিয়ে যাওয়ার পর বিজেপি গণনায় কারচুপির অভিযোগ আনে। পরবর্তী সময়ে ঘোষণা করা হয় তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএসই জয়ী।

সিংহভাগই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা

সিংহভাগই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা

আর মহারাষ্রেগই শিবসেনার উদ্ধবপন্থী শিবির জয় তুলে নিয়েছে। বিজেপি ও শিবসেনার একনাথ শিন্ডে শিবির নাম প্রত্যাহার করে নিলেও নির্দল প্রার্থীর বিরুদ্ধে এখানে লড়াই হয়েছে শিবসেনার। কিন্তু হরিয়ানায় কংগ্রেসকে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি। দেখা যাচ্ছে ছয় রাজ্যের উপনির্বাচনের সাত আসনের সিংহভাগই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। এর ফলে উপনির্বাচনের এই জয় গেরুয়া শিবিরকে চাঙ্গা করবে।

মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকবে বিজেপি

মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকবে বিজেপি

সাতদিন পরেই ভোট হিমাচল প্রদেশে। উপনির্বাচনে এই জয়ের পর সেখানে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকবে বিজেপি। অধিকাংশ সমীক্ষার ফলই বিজেপিকে এগিয়ে রেখেছে হিমালয়ের পাদদেশের এই রাজ্যে। আর ডিসেম্বরেই ভোট মোদী-রাজ্য গুজরাতে। গুরুত্বপূর্ণ দুই রাজ্যেই বিজেপি নেতা-কর্মীদের চাঙ্গা করবে এই জয়।

একমাত্র হরিয়ানায় বিজেপি বনাম কংগ্রেস

একমাত্র হরিয়ানায় বিজেপি বনাম কংগ্রেস

হিমাচল প্রদেশ ও গুজরাতে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। তবে গুজরাতে আম আদমি পার্টিও রয়েছে। আর উপনির্বাচনে মাত্র একটি আসনে বিজেপি বনাম কংগ্রেস লড়াই হয়েছে। হরিয়ানার আদমপুরে কংগ্রেসকে ১৫৭৪০ ভোটে হারিয়ে দিয়েছে বিজেপি। ফলে প্রতিবেশী রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকবে। বিজেপি উপনির্বাচনে জিতে হিমাচল প্রদেশ ও গুজরাত বিধানসভা নির্বাচনের পাশাপাশি ২০২৪-এর লোকসভা নির্বাচনেও আত্মবিশ্বাসী থাকবে।

বিজেপির আত্মবিশ্বাস বাড়ানোর কারণ

বিজেপির আত্মবিশ্বাস বাড়ানোর কারণ

বিজেপির আত্মবিশ্বাসী থাকার সবথেকে বড় কারণ হল তেলেঙ্গানা ও ওড়িশার ফল। এমনকী বিহারেও তারা যেভাবে লড়াই দিয়েছে নীতীশ কুমারের সঙ্গে বন্ধুবিচ্ছেদের পর, তা বাড়তি শক্তি জোগাবে বিজেপিকে। তেলেঙ্গানায় বিজেপি হেরেছে ঠিকই, কিন্তু সেই হার একেবারে শেষ ল্যাপে এবং সামান্য ব্যবধানে। আর ওড়িশাতেও বিজু জনতা দলের বিরুদ্ধে জয় পেয়েছে তারা। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে হারিয়েছে লখিমপুর খেরি এলাকার একটি আসনে। সব মিলিয়ে উপনির্বাচনের ফলাফল সম্পূর্ণভাবে গিয়েছে বিজেপির পক্ষে।

গুজরাতের ব্রিজ কাণ্ড, প্রশ্ন উঠছে ১০০ বছরের সমস্ত বুড়ো রেলব্রিজের রক্ষনাবেক্ষণ নিয়ে গুজরাতের ব্রিজ কাণ্ড, প্রশ্ন উঠছে ১০০ বছরের সমস্ত বুড়ো রেলব্রিজের রক্ষনাবেক্ষণ নিয়ে

English summary
BJP is in advantage position after vast winning in by election of six states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X