For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'খুশি' বিজেপি নেতৃত্ব! মমতার উদ্যোগের 'প্রশংসা'

কংগ্রেসকে দূরে রেখে আঞ্চলিক দলগুলির শক্তি ও ঐক্য বাড়ানোর যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন তাতে খুশি বিজেপি নেতৃত্ব।এই কাজে এখনও পর্যন্ত যে কিছুটা সফল হয়েছেন তা মানছে বিজেপি নেতৃত্বও।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসকে দূরে রেখে আঞ্চলিক দলগুলির শক্তি ও ঐক্য বাড়ানোর যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন তাতে খুশি বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর অনুযায়ী এই কাজে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে কিছুটা সফল হয়েছেন তা মানছে বিজেপি নেতৃত্বও। তৃণমূল নেত্রীর উদ্যোগ সফল হওয়ায় বিজেপি যে স্বস্তিতে রয়েছে, তা আর গোপন রাখা হচ্ছে না।

খুশি বিজেপি নেতৃত্ব! মমতার উদ্যোগের প্রশংসা

বিজেপি তথা নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি কংগ্রেস মুক্ত ভারত গঠনের ডাক দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান উদ্যোগ তাদের সেই কাজকে সহজ করে দিচ্ছে বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত ফেডারেল ফ্রন্টের বেশির ভাগ সদস্য দলই রাহুল গান্ধীর নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে কংগ্রেসকেই গুরুত্ব দিতে নারাজ। ফলে বিজেপি নেতৃত্বের মতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যতই বিজেপি-বিরোধী স্লোগান দিন না কেন, তাঁর কাজে সুবিধা হচ্ছে কেন্দ্রে ক্ষমতায় থাকা প্রধান দলেরই। কেননা জাতীয় রাজনীতিতে বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেসই। সেখানে কোনও আঞ্চলিকদলের গুরুত্ব নেই।

দেশের রাজনীতিতে কংগ্রেসের শক্তি যত কমবে, কিংবা এই জাতীয় দল যত দুর্বল হবে, বিজেপির প্রচারে ততটাই সুবিধা হবে। তারা বলতে পারবে দেশকে নেতৃত্বে দেওয়ার মতো তারা ছাড়া আর কোনও দল নেই। আর দেশব্যাপী মোদী বিরোধী ভোট ভাগ হলে, তাতে বিজেপিরই যে সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। সেই জন্য বিজেপি নেতৃত্ব চাইছে, ফেডারেল ফ্রন্ট গঠন সফল হোক এবং আঞ্চলিক দলগুলির সঙ্গে রাহুল গান্ধী তথা কংগ্রেসের সম্পর্ক যাতে কোনওভাবেই একটা নির্দিষ্ট আকার না পায়।

কর্ণাটক বিধানসভায় তৃতীয় বৃহত্তম দল জেডিএস। তারা ৩৭ টি আসন পেয়েই ক্ষমতায়। যার জন্য অবশ্যই কংগ্রেসের অবদান রয়েছে। কেননা তারা জেডিএসকে সমর্থন করছে। যদিও, কর্ণাটকে জেডিএস ক্ষমতায় আসলেও, তার জন্য কংগ্রেসকে গুরুত্ব দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডু, চন্দ্রশেখর রাও। রাজনৈতিক মহলের একাংশের মতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও-এর মতো অনেক দলই আছে যাঁরা কংগ্রেসের ছোঁয়া বাঁচাতে চাইছেন ভোটের আগে, কিন্তু ভোটের পরে কংগ্রেস সমর্থন করবে, এটা ভেবে নিয়েছেন আগে থেকেই।

English summary
BJP is happy over Mamata Banerjee's steps to form Federal front
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X