For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে ভোটের সাংগঠনিক প্রস্তুতি তলে তলে শুরু করে দিল বিজেপি

কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পরেই সংগঠন শক্তিশালী করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। কী হতে পারে ভোট তা ঠিক করতেই বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছে কাশ্মীর বিজেপির নেতারা।

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পরেই সংগঠন শক্তিশালী করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। কী হতে পারে ভোট তা ঠিক করতেই বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছে কাশ্মীর বিজেপির নেতারা। সূত্রের খবর দলের রাজ্য সাংগঠনিক নির্বাচনী ইনচার্জ এস ভরিন্দরজিত সিং জানিয়েছেন, মন্ত্রী থেকে রাজ্য কমিটির দফতরের কর্মীরাও থাকবেন সেই বৈঠকে।

কাশ্মীরে ভোটের সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি

এমনকী রাজ্যের বিজেপির প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্যের বিজেপি সাংসদরাও থাকবেন সেই বৈঠকে। কাশ্মীর বিজেপি প্রধান রবীন্দ্র রায়নার নেতৃত্বে হবে বৈঠক। বৃহস্পতিবার থেকেই শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। পুরোটা শেষ হতে চার মাস সময় লেগে যাবে।

বুথ সভাপতি থেকে মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, এবং রাজ্য সভাপতি পর্যন্ত নির্বাচিত হবে এই সাংগঠনিক ভোটে। প্রসঙ্গত উল্লেখ্য কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম কোনও রাজনৈতিক কর্মকাণ্ড হতে চলেছে। এখনও পর্যন্ত যদিও উপত্যকার সব রাজনৈতির নেতারাই গৃহবন্দি অবস্থায় রয়েছেন।

উপত্যকায় সাধারণ ভোটের আগে নিজেদের সংগঠনকে শক্তিশালী করে রাখতে চাইছে বিজেপি। জম্মু-কাশ্মীরে মোট ১০,৬০০টি বুথ, ২৩০টি মণ্ডল এবং ২৯ টি জেলা রয়েছে। সবকটি ক্ষেত্রেই সংগঠনকে শক্তিশালী করে রাখতে চাইছে বিজেপি।

English summary
BJP is going to initiate the process for its organisational polls in Jammu And Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X